ঢাকায় দেশি-বিদেশি কবিদের অংশগ্রহণে 'নজরুল আন্তর্জাতিক কবিতা-মেলা'!
(last modified Tue, 30 May 2023 16:13:04 GMT )
মে ৩০, ২০২৩ ২২:১৩ Asia/Dhaka
  • আন্তর্জাতিক নজরুল পোয়েট্রি ফ্যাষ্টিবল
    আন্তর্জাতিক নজরুল পোয়েট্রি ফ্যাষ্টিবল

সম্প্রতি, ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট  মিলনায়তনে,  বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মজয়ন্তী এবং তাঁর রচিত 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের শতবর্ষ পূর্তি উপলক্ষে 'জাতীয় কবিতা মঞ্চ'-এর উদ্যোগে জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে 'আন্তর্জাতিক নজরুল পোয়েট্রি ফ্যাষ্টিবল' অনুষ্ঠিত হয়। 

সম্প্রতি, ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট  মিলনায়তনে,  বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মজয়ন্তী এবং তাঁর রচিত 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের শতবর্ষ পূর্তি উপলক্ষে 'জাতীয় কবিতা মঞ্চ'-এর উদ্যোগে জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে 'আন্তর্জাতিক নজরুল পোয়েট্রি ফ্যাষ্টিবল' অনুষ্ঠিত হয়। 

দেশি-বিদেশী কয়েকজন কবি

 

কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাশিয়া, ইরান,  অস্ট্রেলিয়া, নেপাল ও ভারত সহ দশটি দেশের কবিবৃন্দ এবং স্বদেশের সহস্র কবি সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও ব্যাক্তিত্বের উপস্থিতে মুখরিত হয়ে ওঠে উৎসবস্থল। বিভিন্ন দেশের কবিরা অংশ গ্রহণ করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে শায়িত জাতীয় কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মাধ্যমে শুরু হয় জাতীয় কবিতা মঞ্চের উক্ত নজরুল ফ্যাষ্টিবল।

দর্শকদের একাংশ 

 

অনুষ্ঠানে ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়েদ রেজা মীর মোহাম্মদী, ইরানী কবি প্রফেসর মাজিদ পাইয়ান, কবি আল মুজাহিদী, কবি আসলাম সানী, কবি মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, রাশিয়ান কবি সোফিয়া, নেপালি কবি ভুজকুমার, ব্রিগেডিয়ার জনাব নাসিমন গণী, বীরপ্রতীক কর্নেল দিদারুল আলম, ডক্টর খালেকুজ্জামান, ভারতের ৫০ জন কবি সহ বাংলাদেশের কবি, সাহিত্যিক, সাংবাদিক,  সাংস্কৃতিক প্রতিনিধি সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।


 

ট্যাগ