জুন ০২, ২০২৩ ১৮:৩৮ Asia/Dhaka

বাংলাদেশে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পর দিন, আজকেই বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। আরেক দফা বাড়লো পেঁয়াজের দাম। পাইকারী বাজারেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৮ টাকা কেজিতে।

দোকানে দোকানে ঘুরেও মিলছে না চায়না আদা। দেশি আদার দাম তো আকাশ ছোঁয়া, আর বার্মিজ আদার কেজিও ৩ শ টাকার বেশি। রসুনও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। আর আগের বাড়তি দামেই এখনো স্থির আলু, পটল, সবজিসহ মাছ মাংসের দাম। নিত্যপণ্যের এ লাগামহীন উর্ধ্বগতিতে অস্বস্তি বাড়ছে ক্রেতাদের। বরাবরের মতই সরবরাহ সংকটের নিত্য অভিযোগ তাদের। ক্রেতাদের ক্ষোভের সাথে এবার বিক্রেতারাও দেখাচ্ছেন তাদের অসহায়ত্ব। বলছেন বাড়তি দামেই এসব পণ্য কিনে আনতে হচ্ছে তাদের।

এদিকে, সবজির বাজার বরাবরের মতই সম্মৃদ্ধ। বাজারে পাওয়া যাচ্ছে সব ধরনের সবজিই। কিন্তু ভোক্তাদের নাগালের বাইরে এসব পণ্যের দাম। এজন্য অবশ্যই পথের দূরত্ব আর পণ্য কেনার চড়া মূল্যকে দুষছেন সবজিওয়ালারা।

দেশীয় মাছ কেজিতে বিক্রি হচ্ছে ৪ থেকে ৫ শ টাকা দরে। আর সমুদ্রের এককেজি ওজনের ইলিশের দাম ১৪ শ থেকে ১৬ শ টাকা চাইছেন বিক্রেতারা।  এমন অসম বাজার ব্যবস্থাপনায় হিমশিম নিম্নআয়ের মধ্যবিত্তদেরও। দিন দিন আয় না বাড়লেও কমছে বাজার সদাইর বাজেটের পরিমান। সরকারি চাকরিজীবীরা খানিকটা সহনীয় মাত্রায় থাকলেও এখন নাভিশ্বাস বেসরকারি চাকরিজীবীদের। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং এর দৃশ্যমান জোরদার ব্যবস্থাপনা ছাড়া প্রকৃতপক্ষে এই পরিস্থিতির উন্নয়ন হবে না বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।

জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর থেকে আরো অস্থির হয়ে উঠতে পারে নিত্যপণ্যের বাজার। তাই বাজারে সরকারের মনিটরিং নিশ্চিতের দাবি করেছেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। নইলে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কবলে নিষ্পেষণ বাড়বে ভোক্তাদের। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ