বিশ্ব মোড়লদের সমীকরণের অংকের উপাদান বাংলাদেশ ? বিশেষজ্ঞ বিশ্লেষন
বাংলাদেশ সম্পর্কে মার্কিন নীতির বিরুদ্ধে পাশে থাকার আশ্বাস ভারত ও চীনের
বাংলাদেশের জাতীয় নির্বাচন আসন্ন। বিভিন্ন দলের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার প্রশ্নে দেশের প্রধান বিরোধীদল বিএনপির নির্বাচনমুখি হতে নানা শর্ত থাকা এবং দাবীর প্রসঙ্গে আলোচনায় জড়িয়েছে বিশ্বের প্রভাবশালী অনেক দেশের কূটনীতিকরা। সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন দেশের রাজনৈতিক মতামত এমনকি বিধিমালা নীতিমালা দেয়াও পর্যন্ত শুরু করেছে মোড়ল কিছু দেশ।
এমন অবস্থায় বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধাদান কারীদের ভিসানীতির আওতায় নেয়ার মার্কিন সরকারের ঘোষণার পরে এগিয়ে এসেছে চীন। বলছে বাংলাদেশের আভ্যন্তরীন স্বার্থে পাশে আছে তারা। এবং প্রতিবেশী ভারতও বলছে বাংলাদে- ভারত স্বার্থ সুরক্ষায় সতর্ক থাকতে হবে বিশ্বমোড়লদের।
এখন এ নিয়ে নানা মহলে বইছে আলোচনার ঝড়। কেন হঠাৎ বাংলাদেশ ভূরাজনীতিতে কিভাবে মাথাচাড়া দিল ? নাকি মোড়লদের অংকের সমীকরণে উপাদান মাত্র বাংলাদেশ !
গেল ১৪ জুন যুক্তরাষ্ট্রের বিষয়ে শেখ হাসিনার নেওয়া অবস্থানকে সমর্থন জানিয়ে মন্তব্য করা হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। আবার একই দিন ভারত ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরদের মধ্যে দিল্লির বৈঠকে বাংলাদেশ বিষয়ে ভারতের স্বার্থবিরোধী কোনও পদক্ষেপ না নেওয়ার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানানো হয়।
পুরো বিষয়টির বিশেষজ্ঞ বিশ্লেষন বলছে, ভারতের সঙ্গে ঐতিহাসিক ও বিশেষ সম্পর্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে অধিকারভিত্তিক ইস্যুতে অস্বস্তিকর সম্পর্ক এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে বাংলাদেশের। এ প্রেক্ষাপটে বাংলাদেশে আসন্ন আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিন বৃহৎ শক্তির অবস্থান জনসম্মুখে ক্রমাগত প্রকাশিত হচ্ছে।
এ বিষয়ে জেষ্ঠ্য সাংবাদিক জাহিদুল আলম পিন্টুর বিশ্লেষন বলছে, কূটনীতি স্থবির নয়, বরং ক্রমাগত পরিবর্তনশীল। যেকোনও সম্পর্ক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা পায় এবং এটিই স্বাভাবিক। এখানে বাণিজ্যিক সম্পর্ক কোন অংশে পিছিয়ে নেই।
আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, এটা বিশ্বরাজনীতির অংশ মাত্র। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় সংকট দীর্ঘ দিনের। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।