জুন ২৯, ২০২৩ ১৭:৪২ Asia/Dhaka

দেশ ও জাতির কল্যাণ কামনা ক‌রে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় বাংলাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহৎত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ সন্তষ্টির আশায় পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ত্যাগের শিক্ষায় হতদরিদ্র অসহায় আর্তপীড়িতদের পাশে দাড়ানোর প্রত্যয়ের মাধ্যমে শুরু হয় এই পবিত্র দিনটি। ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লীরা। এরপর আর্থিক সামর্থ্য অনুযায়ী কেনা গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করছেন। ঈদুল আজহা উপলক্ষ্যে মঙ্গলবার থেকে চার দিনের সরকারি ছুটি চলছে বাংলাদেশে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।

আজ ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। এই জামাতে দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনৈতিক সহ সব শ্রেণি পেশা-পেশার মানুষ এ জামাতে অংশ নেন। রাষ্ট্রপতি পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন।

প্রধান ঈদ জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে বৃষ্টি মাথায় নিয়েই ঈদ জামাতে অংশ নিয়েছেন ও কোরবানির পশু জবাই করছেন নগরবাসী। সবার একটিই প্রত্যায় কোরবানীর ত্যাগের শিক্ষা যেন বাস্তব জীবনে প্রতিফলিত হয়, দেশ ও জাতি যেন হয় উপকৃত।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসুন, বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। ত্যাগের পরশপাথরে পরিশুদ্ধ করি মনের কালিমা। আলোকিত করি হৃদয় কোণের অন্ধকার। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে হই নিবেদিতপ্রাণ।

আর সিলেটে ঈদ জামাত শেষে পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন বলেন, দেশের স্বার্থ সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

এদিকে ঢাকার বাইরে লাখো মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরের ঐতিহাসিক গোর--শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে প্রায় দুই লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ঈদগা মাঠের সমন্বয়ক ও পৃষ্ঠপোষক জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। জামাতে ইমামতি করেন দিনাজপুরের জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম শামসুল হক কাসেমি।

এদিকে, বৃষ্টি উপেক্ষা করে ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৬তম পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা হিফজুর রহমান। রেওয়াজ অনুযায়ী, জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হয়। ৩টি জামাত শুরুর ৫ মিনিট আগে, ২টি ৩ মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর ১ মিনিট আগে ছোড়া হয়। ##

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ