বন্যার পানি কমছে, বাড়ছে নদী ভাঙ্গন; খোলা আকাশের নিচে নির্ঘুম নদীপাড়ের মানুষ
(last modified Tue, 25 Jul 2023 11:31:08 GMT )
জুলাই ২৫, ২০২৩ ১৭:৩১ Asia/Dhaka

বন্যার পানি কমতে শুরু করায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে নদী ভাঙ্গন। লালমনিরহাটে তিস্তা নদীতে ভাঙন দেখা দিয়েছে।

নদীর ১০টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারন করছে। নদীগর্ভে চলে যাচ্ছে আবাদি জমি, বসতভিটা, ফলের বাগান ও বিভিন্ন স্থাপনা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙনকবলিত নদীপাড়ের মানুষ। অনেকেই ভাঙন থেকে রক্ষা পেতে বাড়ি-ঘর সরিয়ে নিচ্ছেন নিরাপদ আশ্রয়ে। আতংকে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে নদীপাড়ের অনেক মানুষকে। নদীর বাম তীরে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্ঠা করছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থায়ী সমাধানের দাবি করে আসছেন নদীপাড়ের মানুষ। 

যমুনা, পদ্মা ও আড়িয়াল খা নদীর ব্যাপক ভাঙনেও দিশেহারা নদী পাড়ের মানুষগুলো। গত এক সপ্তাহ ধরে চলা নদী ভাঙ্গনে, বিভিন্ন এলাকার বসতবাড়ি,ফসলি জমি নদী গর্ভে হারিয়ে গেছে। ভাঙ্গন ঝুঁকিতে থাকায়, নদী তীরবর্তী মানুষ বসতবাড়ি ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিচ্ছে। সব হারানো মানুষগুলোর শেষ আশ্রয় হয়েছে, খোলা আকাশের নিচে। 

জামালপুরের ইসলামপুর উপজেলায় বর্ষার শুরুতেই, যমুনা নদীর পানি বৃদ্ধি  পাওয়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। গেলো এক সপ্তাহের ভাঙ্গনে, নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা এলাকায়, গাছ ও ফসলি জমিসহ শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে। যমুনার অব্যাহত ভাঙ্গনে, সব হারিয়ে প্রতিদিনই নিঃস্ব হচ্ছে নদীপাড়ের মানুষ। 

জামালপুরের ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রোমান হাসান বলেন, মাথাগোজা ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে অসহায় মানুষগুলোর। 

পরিস্থিতির অবননিতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনিক কর্মকর্তারা। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম জানান, নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে, ইতোমধ্যে জরুরি বরাদ্দের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। 

এদিকে, ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর পানির বৃদ্ধির সাথে সাথে সেখানেও বেড়েছে নদী ভাঙ্গন। ইতোমধ্যে সদরপুর উপজেলার বেশ কিছু এলাকায় ভাঙ্গনের তীব্রতা বেড়েছে।

ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রোকনউদ্দিন জানান, ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়ন প্রকল্পের ৬০টি ঘর সহ, স্থানীয় বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান।

পদ্মার ভাঙ্গন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়াসহ, অসহায়দের ত্রান সহায়তা দেয়ার কথা জানালেন, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ