মহাসমাবেশ ঠেকাতে নেতাকর্মীদের আটক করছে পুলিশ:অভিযোগ রিজভীর
(last modified Wed, 26 Jul 2023 10:50:19 GMT )
জুলাই ২৬, ২০২৩ ১৬:৫০ Asia/Dhaka
  • মহাসমাবেশ ঠেকাতে নেতাকর্মীদের আটক করছে পুলিশ:অভিযোগ রিজভীর

আন্দোলনের নামে সহিংসতা করলে তার দায়ভার বিএনপিকে নিতে হবে বলে জানিয়েছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন,আন্দোলনের নামে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার পাঁয়তারা করছে বিএনপি।জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নির্বাচনে আসতে ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি । কাদের বলেন,বিএনপি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে নৈরাজ্য সৃষ্টিতে উসকানি দিচ্ছে। ষড়যন্ত্রের অপকৌশল থেকে ফিরে এসে নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে, বিএনপির মহাসমাবেশ ঠেকাতে,সারাদেশ থেকে নেতাকর্মীদের পুলিশ আটক করছে বলে অভিযোগ করেছেন,দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন,সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে।বিএনপির ওপর হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে সরকার,গায়েবি মামলায় আটক করে অসংখ্য নেতাকর্মীকে জেলে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বিএনপি সীমান্ত দিয়ে অস্ত্র আনছে,ওবায়দুল কাদেরের এমন অভিযোগকে ভিত্তিহীন দাবী করে তিনি বলেন,গণতান্ত্রিক আন্দোলনে কেউ অস্ত্র তুলে নেয়না।#

 

ট্যাগ