২৭ জুলাই বিএনপির মহাসমাবেশ ঘিরে উত্তপ্ত রাজনীতির অঙ্গন
(last modified Wed, 26 Jul 2023 12:07:30 GMT )
জুলাই ২৬, ২০২৩ ১৮:০৭ Asia/Dhaka

আবার রাজনীতির মাঠে গরম আলোচনা বিএনপির মহাসমাবেশ। সাত মাসের কিছু বেশি সময় পর আগামীকাল ঢাকায় ফের বড় সমাবেশ করতে যাচ্ছে দলটি।আগামীকাল বৃহস্পতিবার বিএনপি, যুবলীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭টি রাজনৈতিক দলের সমাবেশ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে এক ধরনের উত্তাপ বিরাজ করছে।

এ অবস্থায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও করণীয় নির্ধারণে দফায় দফায় জরুরি বৈঠক করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগ।

ডিএমপি সূত্রে জানা গেছে,রাজধানীর ১১ থেকে ১২টি স্থানে বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশের ডাক দিয়েছে। আজ বুধবার (২৬ জুলাই) পর্যন্ত ৭টি দল সমাবেশ করার জন্য আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো দলকেই অনুমতি দেয়নি ডিএমপি।

এদিকে,ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নয়,গোলাপবাগ মাঠে বিএনপিসহ ৯টি রাজনৈতিক দলের সমাবেশ করার অনুমতি দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্তে এগিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।এছাড়া নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে,যানজট পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতিসহ নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার কৌশল নির্ধারণেও বিভিন্ন সিদ্ধা্ন্ত নিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক হুঁশিয়ারি দিয়ে বলছেন, জনভোগান্তি সৃষ্টি করে একের পর এক রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে ভবিষ্যতে পুলিশকে এ ধরনের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবতে হবে।

গত বছর ঢাকা ও বিভিন্ন বিভাগে বিএনপির সমাবেশের আগে ধর্মঘট ডেকেছিল পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। আগামীকালের সমাবেশের দিনেও তাই গণপরিবহন বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে জনমনে।

বিরোধী সমমনা দলগুলোর রাজনৈতিক কর্মকান্ডে বিভিন্ন মহলের বাধা দেয়ার অপচেষ্টার নিন্দা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এদিকে,বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার (২৭ জুলাই) শান্তি সমাবেশ করার অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। #

পার্সটুডে/বাদশা রহমান/ বাবুল আখতা /২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ