ভারতের রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ কুণ্ডকে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সম্মাননা
https://parstoday.ir/bn/news/bangladesh-i126262-ভারতের_রেডিও_অ্যাক্টিভিস্ট_প্রদীপ_কুণ্ডকে_আইআরআইবি_ফ্যান_ক্লাব_বাংলাদেশ'র_সম্মাননা
গতকাল ৩০ জুলাই সন্ধ্যায় কুমিল্লার হোটেল নূরজাহান-এ আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বেতার শ্রোতা আড্ডা। উক্ত আড্ডায় চট্টগ্রাম থেকে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ, আবীর চৌধুরী, জাফর ভূঁইয়া এবং ভারতীয় রেকর্ড হোল্ডার প্রখ্যাত ডিএক্সার, হ্যাম অপারেটর ও রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ চন্দ্র কুণ্ডু। এছাড়া, উপস্থিত ছিলেন কুমিল্লার লালমাই থেকে মোখলেছুর রহমান, তন্ময় দাস এবং উষা রঞ্জন দাস।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ৩১, ২০২৩ ২১:২৫ Asia/Dhaka
  • প্রদীপ চন্দ্র কুণ্ডুকে ক্রেস্ট প্রদান করছেন জাকারিয়া চৌধুরী যুবরাজ।
    প্রদীপ চন্দ্র কুণ্ডুকে ক্রেস্ট প্রদান করছেন জাকারিয়া চৌধুরী যুবরাজ।

গতকাল ৩০ জুলাই সন্ধ্যায় কুমিল্লার হোটেল নূরজাহান-এ আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বেতার শ্রোতা আড্ডা। উক্ত আড্ডায় চট্টগ্রাম থেকে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জনাব জাকারিয়া চৌধুরী যুবরাজ, আবীর চৌধুরী, জাফর ভূঁইয়া এবং ভারতীয় রেকর্ড হোল্ডার প্রখ্যাত ডিএক্সার, হ্যাম অপারেটর ও রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ চন্দ্র কুণ্ডু। এছাড়া, উপস্থিত ছিলেন কুমিল্লার লালমাই থেকে মোখলেছুর রহমান, তন্ময় দাস এবং উষা রঞ্জন দাস।

বর্তমান সময়ে আন্তর্জাতিক বেতারের কার্যক্রম নিয়ে আলোচনার এক পর্যায়ে ক্লাবের সভাপতি জনাব যুবরাজ চৌধুরী বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শ্রোতাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ রেডিও তেহরান বাংলার শ্রোতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ।

তিনি বলেন, বিশ্ব বেতার সম্প্রচারে রেডিও তেহরান বাংলা যেভাবে শ্রোতাবান্ধব পরিবেশ তৈরি করেছেন এবং শ্রোতাদের যথাযথ মূল্যায়ন করছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বিশ্বে ঘটে যাওয়া প্রতিদিনের সর্বশেষ ঘটনার সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন রেডিও তেহরান বাংলার মূল আকর্ষণ। সেই সাথে প্রিয়জন, সুন্দর জীবন, নারী: মানবফুল, স্বাস্থ্যকথা, সোনালী সময়, কুরআনের আলোসহ নানা বর্ণিল অনুষ্ঠানে সাজানো হয়েছে রেডিও তেহরান বাংলার অনুষ্ঠানমালা। যা শ্রোতাদের হৃদয়ের গভীরে স্থান করে নিয়েছে।

বাংলাদেশের মত ভারতের বিভিন্ন রাজ্যেও রেডিও তেহরান বাংলার শ্রোতা বৃদ্ধিতে প্রদীপ চন্দ্র কুণ্ডু'র সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য শেষ করেন যুবরাজ চৌধুরী।

 প্রদীপ চন্দ্র কুণ্ডুর সঙ্গে জাকারিয়া চৌধুরী যুবরাজ।

ভারতের প্রখ্যাত ডিএক্সার, হ্যাম অপারেটর ও রেডিও এক্টিভিস্ট প্রদীপ চন্দ্র কুণ্ডু তার বক্তব্যে রেডিও তেহরান বাংলার শ্রোতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। এসময় তিনি রেডিও তেহরান বাংলা’র কর্মকর্তা এবং ক্লাবের সভাপতিসহ ক্লাবের সকল কর্মকর্তাগণকে ভারত ভ্রমণের আমন্ত্রণ জানানোর পাশাপাশি ভারতেও এ ধরণের অনুষ্ঠান করার বিষয়ে মতামত দেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত শ্রোতারাও রেডিও তেহরানের বিভিন্ন দিক নিয়ে নানা আলোচনা-পর্যালোচনা করেন এবং কিভাবে রেডিও তেহরান বাংলা’র শ্রোতা বৃদ্ধির পাশাপাশি পার্সটুডে’র পাঠক তৈরি করা যায় সে বিষয়ে আলাকপাত করেন।

অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত ডিএক্সার, হ্যাম অপারেটর ও রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ চন্দ্র কুণ্ডুকে বাংলাদেশ সফর এবং রেডিও তেহরান শ্রোতা আড্ডায় অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয় এবং সম্মাননা স্বরূপ আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে তাকে মূল্যবান ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপস্থিত শ্রোতারা স্থানীয় একটি রেস্টুরেন্টে নৈশভোজে মিলিত হন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।