অধিকার নিয়ে ঘর ফেরার প্রত্যয় ফখরুলের: নির্বাচন হবে সংবিধান অনুযায়ী- তথ্যমন্ত্রী
(last modified Fri, 11 Aug 2023 11:38:13 GMT )
আগস্ট ১১, ২০২৩ ১৭:৩৮ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  ডক্টর হাছান মাহমুদ
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডক্টর হাছান মাহমুদ

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবির আওয়াজ গণভবনে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার) শুক্রবার বিকালে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ স্বাধীনতার সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ক্ষমতাসীনরা দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দিয়েছে।

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, সংসদ ভেঙ্গে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন হবে। যে আন্দোলন শুরু হয়েছে তার অধিকার নিয়েই দেশের জনগণ ঘরে ফিরবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতৃবৃন্দ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কমলাপুর থেকে গণমিছিলে অংশ নেন।

এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, তারেক রহমান বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে তৈরি করছে। তারা দেশের মানুষকে অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলছে। 

সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি গণমিছিলের নামে দেশ ধ্বংসের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তিনি বলেন, জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে কোনরকম ছাড় দেয়া হবে না।  তবে যৌক্তিক আন্দোলন করতে কোনো বাধা নেই। হাছান মাহমুদ বলেন, যত বাঁধাই আসুক, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ