সাদা পাথরখ্যাত সিলেটের ভোলাগঞ্জে আনন্দ ভ্রমণ ও ডিএক্স আড্ডা
https://parstoday.ir/bn/news/bangladesh-i127336
আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের উদ্যোগে ও কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সহযোগিতায় সাদা পাথরখ্যাত সিলেটের ভোলাগঞ্জে রেডিও তেহরানের শ্রোতাদের আনন্দ ভ্রমণ ও ডিএক্স আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। এতে অতিথি হিসেবে যোগ দেন সিলেটের ডিএক্সার ও ব্যবসায়ী মোঃ চান মিয়া।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২৬, ২০২৩ ১৯:২৫ Asia/Dhaka
  • সাদা পাথরখ্যাত সিলেটের ভোলাগঞ্জে আনন্দ ভ্রমণ ও ডিএক্স আড্ডা

আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের উদ্যোগে ও কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সহযোগিতায় সাদা পাথরখ্যাত সিলেটের ভোলাগঞ্জে রেডিও তেহরানের শ্রোতাদের আনন্দ ভ্রমণ ও ডিএক্স আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। এতে অতিথি হিসেবে যোগ দেন সিলেটের ডিএক্সার ও ব্যবসায়ী মোঃ চান মিয়া।

এর আগে পাঁচ সদস্যের একটি শ্রোতাদল গতকাল রাতে কিশোরগঞ্জ থেকে বাসযোগে আজ (শনিবার) সকালে সিলেটে এসে পৌঁছান। সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে তাদেরকে স্বাগত জানান ডিএক্সার মোঃ চান মিয়া। পবিত্র মাজার জিয়ারত শেষ করে তারা ভোলাগঞ্জ পৌঁছান।

আজকের শ্রোতা আড্ডায় আরো উপস্থিত ছিলেন- তানভীর আকন্দ,  ইশরাক ইসলাম, রাতুল কর্মকার, আবিদ ইসলাম, ফেরদৌস আহম্মেদ, তাপসি আক্তার, নুসরাত জাহান নৌরিন,  নুসরাত তাবাসসুম শারিন, পূজা ঘোষ প্রমূখ, কামরুল ইসলাম প্রমুখ।

কিশোরগঞ্জ ও সিলেটের শ্রোতারা ভোলগঞ্জের সাদা পাথর এলাকায় ঘুরে বেড়ানোর পর উন্মুক্ত স্থানেই শ্রোতা আড্ডা ও আলোচনা সভায় যোগ দেন। তারা রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধি এবং নিজেরা নিয়মিত শোনার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে চান মিয়া বলেন, বিশ্বে যখন বেতার বিলুপ্ত হতে বসেছে তখন রেডিও তেহরান বেশ জোড়ালোভাবে তার কার্যক্রম অব্যাহত রেখেছে। ফলে পুরাতন ডিএক্সারগণ রেডিও তেহরানের সাথে সম্পৃক্ত হতে বরাবরই আগ্রহী। তিনি এমন আকর্ষণীয় একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে শাহাদত হোসেন বলেন, রেডিওর গুরুত্ব শেষ হয়ে যায়নি। নতুন মাধ্যমে রেডিও আবার জনপ্রিয় মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে। রেডিও তেহরানসহ কয়েকটি আন্তর্জাতিক বেতার কেন্দ্র এবং বাংলাদেশ বেতারও শ্রোতাদের দোড়গোড়ায় পৌঁছতে চেষ্টা করছে। তাদের প্রচেষ্টা সফল হলে বাংলাদেশ বেতারসহ আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো তাদের হারানো গৌরব আবার ফিরে পাবে।

অনুষ্ঠান শেষে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের পক্ষ থেকে ডিএক্সার ও শ্রোতা সংগঠক জনাব মোঃ চান মিয়াকে রেডিও তেহরানের কলম ও চাবির রিং উপহার দেয়া হয়।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।