ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ভারত থেকে আসছে ৭ লাখ ব্যাগ স্যালাইন: স্বাস্থ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i127902-ডেঙ্গু_পরিস্থিতি_মোকাবেলায়_ভারত_থেকে_আসছে_৭_লাখ_ব্যাগ_স্যালাইন_স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর চিকিৎসায় সাল্যাইনের যোগান বাড়াতে, ভারত থেকে ৭ লক্ষ ব্যাগ স্যালাইন আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২৩ ১৭:২৪ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ডেঙ্গুর চিকিৎসায় সাল্যাইনের যোগান বাড়াতে, ভারত থেকে ৭ লক্ষ ব্যাগ স্যালাইন আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জে ‘১লা জুন কর্ণেল মালেক মেডিকেল কলেজ ডে' উপলক্ষে র‍্যালি ও ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনের পরে এসব কথা বলেন তিনি। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এডিস মশা সারাদেশেই ছড়িয়ে পড়েছে, সিটি কর্পোরেশন ও পৌরসভাকে স্প্রে, ময়লা অপসারণ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মো. মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে উত্তর সিটি কর্পোরেশনের ব্যর্থতা ও সফলতা বিচারের ভার জনগণের হাতে। কারন জনগণ দেখছে ডেঙ্গু প্রতিরোধে উত্তর সিটি কর্পোরেশন কি কি করছে। তবে কোথাও অবহেলা পেলে দ্রুত অভিযোগ জানাতে বলেছেন মেয়র আতিকুল ইসলাম। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এক কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন তারা। জনগণকে সম্পৃক্ত করতে, সচেতনতা বাড়াতে এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে। শিশুদের জন্য সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করা হচ্ছে। ডিএনসিসি'র ওয়েবসাইটে, সবার ঢাকা অ্যাপসে ও ফেসবুক পেজে এলাকাভিত্তিক মশক কর্মীদের তালিকা দেওয়া আছে। তাই প্রয়োজনে সরাসরি মশক কর্মীদের সাথে যোগাযোগ করারও আহবান জানান উত্তর সিটি মেয়র। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।