নির্বাচন থেকে দূরে রাখতেই মামলা দেয়া হচ্ছে বিএনপি নেতাদের বিরুদ্ধে: মির্জা ফখরুল
(last modified Fri, 15 Sep 2023 12:17:17 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১৮:১৭ Asia/Dhaka
  • মির্জা ফখরুল
    মির্জা ফখরুল

নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সমাবেশে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ নিত্যপণ্যের উর্দ্ধগতিতে দিশেহারা, ডেঙ্গু ছড়াচ্ছে মহামারী আকারে। তবুও এসব বিষয়ে সরকারের ভ্রুক্ষেপ নেই, তারা সরকার শুধু ক্ষমতায় থাকতে চায় বলে অভিযোগ করেন তিনি। তবে যেকান পরিস্থিতিতে দেশের মানুষের স্বার্থে একদফা দাবী আদায় করেই ঘরে ফেরার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব।

এর আগে দুপুরে নয়াপল্টনে একসংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সবকিছুকেই একটা অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে।  তাই দেশের স্বার্থে ক্ষমতাসীন সরকারকে হঠাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর এজন্য আগামী ১৮ সেপ্টেম্বর একদফার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবী করে ফখরুল বলেন, ক্ষমতাসীনদের পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে বলেও জানান মির্জা ফখরুল। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ