বিএনপির রোডমার্চ শুরু রংপুর থেকে
সরকার পতন ছাড়া ঘরে না ফেরার ঘোষণা ফখরুলের; বাকস্বাধীনতা আছে বলেই কথা বলছে বিরোধীরা- হানিফ
একদফা দাবিতে রংপুর থেকে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি শুরু করেছে বিএনপি। আজ শনিবার সকালে কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।
দুপুরে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশে ‘তারুণ্যের রোডমার্চ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হাজারো তরুণ বাংলাদেশের মানুষকে ডাক দিচ্ছে, দুঃশ্বাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। তাই সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে বাক স্বাধীনতা আছে বলেই মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে বিষোদগার করতে পারছে।
শনিবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেয়ার পূর্বে এসব কথা বলেন তিনি। হানিফ বলেন, বাক স্বাধীনতা নিয়ে কথা বলা বিএনপির নির্লজ্জ মিথ্যাচার ছাড়া কিছু না। অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা, সেটা পর্যবেক্ষণের জন্য যেকোনো দেশ পর্যবেক্ষক পাঠাতে পারবে, বলে জানান এই আওয়ামী লীগ নেতা।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।