শাস্তির তথ্য জনগণকে জানালে নিরপেক্ষতা বাড়বে কমিশনের, বলছেন বিশেষজ্ঞরা
নির্বাচনের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে, পক্ষপাতমূলক আচরণ হলে ব্যবস্থা: সিইসি
জেলা প্রশাসকদের পক্ষপাতমূলক আচরণ নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশিত নয়। এজন্যই জামালপুর জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল।
আজ সোমবার সকালে, রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ভোট চাইতে পারেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন,নির্বাচনের আগে সকলেই নিজ নিজ দলের জন্য ভোট চাইছেন। তবে প্রধানমন্ত্রী যদি বলেন, আওয়ামীলীগ ছাড়া কাউকে ভোট দেবেন না, তবে এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনকে সামনে রেখে শুধু তফসিলের পরে নয়, এর আগেও পরিবেশ রক্ষায় কাজ করতে পারবে কমিশন। সিইসি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও যদি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিতর্কিত আচরণ করেন, তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারে। এই সুযোগ ইসির আছে।
এ প্রসঙ্গে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতি’র প্রধান নির্বাহী শারমিন মুর্শীদ বলেন, নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে সব কিছু কমিশনের পর্যবেক্ষণে থাকা অবশ্যই গুরুত্বপূর্ন ও ভাল খবর। কিন্তু বিষয়গুলোকে আরো জনবান্ধব ও কার্যকরী করতে সাপ্তাহিক কিংবা পাক্ষিক ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরার আহবান জানান তিনি। বলেন, কোথায় কোন কোন নির্বাচনী আচরণ বিধি লংঘন হয়েছে, আর লংঘনকারীদের বিষয়ে কমিশন কি ব্যবস্থা নিয়েছে তা তুলে ধরা হলে কমিশনের নিরপেক্ষতা আরো বাড়বে জনগণের কাছে। #
পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।