মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেয়া হবে না: মেয়র তাপস
(last modified Wed, 20 Sep 2023 12:25:13 GMT )
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১৮:২৫ Asia/Dhaka
  • দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস
    দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আর ঢাকায় ঢুকতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

আজ (বুধবার) রাজধানীর বনশ্রীতে ২নং ওয়ার্ডের উন্নয়ন উৎসবে তিনি এ কথা বলেন। সরকারের উন্নয়ন দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লজ্জায় ঠাকুরগাঁওয়ে মুখ লুকিয়েছেন বলেও দাবি করেন মেয়র তাপস।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস  আরও বলেন, আজকে অনেকেই অনেক কথা বলেন। তাদের চোখে উন্নয়ন দেখা যায় না। যারা জীবনে উন্নয়ন করে নাই, উন্নয়ন করতে পারে নাই, তারা কিভাবে উন্নয়ন দেখবে?

তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়ন প্রত্যাশা পূরণ করছেন। বিএনপি দেশের মানুষকে মেট্রোরেল দিতে পারেনি, পদ্মাসেতু দিতে পারেনি। সুতরাং তারা উন্নয়ন চোখে দেখতে পাবে না। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চিন্তাও করতে পারে না। মাতারবাড়ি (গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র), রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এসব তাদের কল্পনায়ও আসে না। কারন বিএনপির নেতারা শুধু চিন্তা করে নিজেদের উন্নয়ন, নিজেদের পেট ভরা আর বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। সুতরাং তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ মানুষের চোখ দিয়ে উন্নয়ন দেখতে হবে।

বিএনপি নেতৃত্ব খালেদা জিয়াকে মাইনাস করে ফেলেছে মন্তব্য করে মেয়র তাপস বলেন, ২০১৮ সালের নির্বাচনে তারা এসেছিল। তখন আর নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে নাই। তখন আর বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলে নাই। এখনোও বলে না। বেগম খালেদা জিয়াকে তারা ভুলে গেছে। মাইনাসই করে ফেলছে। তাদের আর বেগম খালেদা জিয়ার দরকার নাই। তারা এখন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে। #

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/২০

 

 

ট্যাগ