যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় গোটা জাতি বিপদগ্রস্ত, মন্তব্য ফখরুলের
(last modified Wed, 27 Sep 2023 11:14:05 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৭:১৪ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় গোটা জাতি বিপদগ্রস্ত, মন্তব্য ফখরুলের

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে গোটা জাতি বিপদগ্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন এমন পরিস্থিতির জন্য পুরো দায় সরকারের।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য,প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আ স ম হান্নান শাহ’র স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে শক্তিশালী, আরও সংগঠিত এবং উজ্জীবিত হয়েছে। সরকার গায়ের জোর আর প্রতিহিংসায় খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপির বহিষ্কৃত নেতাদের নিয়ে দল ভারি করছে আওয়ামী লীগ। পরিস্থিতি এখন জনগনের পক্ষে তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার পরামর্শ দিয়ে তিনি বলেন, জনদাবীতে মানুষ রাজপথে নামলেই সরকারের পতন নিশ্চিত হবে।

এদিকে, ভিসা নীতি আমেরিকার নিজস্ব ব্যাপার, এটা নিয়ে বিচলিত হবার কিছু নেই বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার সকালে জেলা শহর নওগাঁর নিয়ামতপুরে নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা তাদের দেশে কাকে যেতে দিবে আর কাকে যেতে দিবে না, তা তাদের একান্তই  নিজস্ব ব্যাপার। এ ব্যাপারে কারো কিছু করার নেই। আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কের কোন ঘাটতি নেই বলেও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ