অনুমতি ছাড়া সভা সমাবেশ করলেই ব্যবস্থা
নির্বাচনের আগে অস্ত্রের ঝনঝনানী বাড়তে পারে, জানিয়েছেন নয়া ডিএমপি কমিশনার
-
ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান
অনুমতি ছাড়া কোনো সংগঠন কোনো কর্মসূচি করলে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।
আজ সোমবার সকালে, রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নে হাবিবুর রহমান বলেন, এটি একটি দেশের নিজস্ব বিষয়, এটা নিয়ে পুলিশের কারও উদ্বিগ্ন হওয়ার কারন নেই। এছাড়া আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি মোকাবিলা অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ঢাকায় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, তেমন সব ধরনের সক্ষমতা ডিএমপির রয়েছে। জনবহুল ঢাকায় পুলিশিং একটি জটিল চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন কমিশনার।
নয়া পুলিশ কমিশনার বলেন, যেসব অপরাধী জেল থেকে বের হচ্ছে তাদের কঠোর মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বড় হোক, কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, ঢাকা একটি মেগাসিটি। ৩০৬ বর্গ কিলোমিটার আয়তনের এই ঢাকা শহরে জনসংখ্যার ঘনত্ব ৭৩ হাজারের বেশি মানুষের বসবাস। যা যেকোনো শহরের তুলনায় সর্বোচ্চ। এই শহরের পুলিশিং বড় চ্যালেঞ্জ ও জটিল প্রক্রিয়া। তারপরও ডিএমপি সৃষ্টির পর থেকে অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সঙ্গে জনগণের পাশে রয়েছে, দায়িত্ব পালন ও সমস্যার সমাধান করে আসছে।
তিনি আরও বলেন, ২ কোটি ২৪ লাখ জনগণের জন্য আমাদের জনবল মাত্র ৩৪ হাজার। তবুও ডিএমপি দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছে।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।