অক্টোবর ০৩, ২০২৩ ১৮:১৬ Asia/Dhaka
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী
    আমীর খসরু মাহমুদ চৌধুরী

ক্ষমতা হারানোর ভয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশের বাইরে পাঠানোর সুযোগ দিচ্ছে না সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ (মঙ্গলবার) দুপুরে, রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পথসভায় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারর্পাসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রোড মার্চটি ফরিদপুর-ভাঙ্গা-গোপালগঞ্জ-মাদারিপুর হয়ে শরীয়তপুরে গিয়ে শেষ হয়।

ড. হাছান মাহমুদ

এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠানোর সিদ্ধান্ত দিয়ে, সরকার আইনের কোনো ভুল ব্যাখ্যা দিচ্ছে না।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচন করতে পারবে না বলেই, বিএনপি নির্বাচনে যেতে চায় না। এ সময় বিয়ে করলে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারবে না— বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলেও মন্তব্য করেন তথ্য মন্ত্রী। এছাড়া আন্দোলনের নামে দেশে আর কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তথ্যমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ মাঠে রয়েছে। যেকোনো বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে।#

পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ