তলে তলে আপস হয় না, হয় ষড়যন্ত্র: রিজভী
‘তলে তলে আপস হয়ে গেছে’ রাজনীতির জন্য না, পাবলিকের জন্য: দাবি কাদেরের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার দলীয় এক সমাবেশে বলেছিলেন, ‘কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসা নীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লি আছে। আমেরিকার দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারো সঙ্গে নেই। সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এমন ভারসাম্য সবার সঙ্গে করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই। নির্বাচন হবে, যথাসময়ে হবে।’
এর পর থেকেই রাজনীতির মাঠে শুরু হয় নতুন আলোচনা। বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সম্পর্কে বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আপনার মনে রাখা দরকার তলে তলে গোপনে আপস হয় না, হয় ষড়যন্ত্র। আজ (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা আমেরিকা থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন, বহু চেষ্টা করেও ভিসা নীতি বাতিল করাতে পারেনি।
বৃহস্পতিবার বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী রোডমার্চে অংশ নিয়ে, ঢাকা-চট্টগ্রাম সড়কের কালাকচুয়া বাজারে অস্থায়ী মঞ্চে বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র থাকবে কী থাকবে না এবার নির্ধারণ হবে।
এমন প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসমায়িক বিষয় নিয়ে আলাপকালে ওবায়দুল কাদের দাবি করেন, জনসমাবেশে এমন কথা বলতে হবে যা পাবলিক খায়। তাই ‘তলে তলে’ও ‘খেলা হবে’—এসব শব্দ বলেছেন তিনি।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র বা ইন্ডিয়া জোর করে কোনো দলকে ক্ষমতায় বসাবে না।
সম্পর্কের উন্নয়ন গণতন্ত্রের জন্য ভালো একথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় তারা হস্তক্ষেপ করবে না। আওয়ামী লীগ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে প্রস্তুত বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই, কারও স্বার্থের বশীভূত হয়ে নয়। #
পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/৫