ভোগ্যপণ্যের উর্দ্ধমূল্য ছাড়ালো সব রেকর্ড
এবারে টিসিবির ট্রাকসেলে ডিম বিক্রি শুরু, বাজার নিয়ন্ত্রণে নেই কোন সুখবর
বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের উর্ধ্বগতি ছাড়িয়েছে সব রেকর্ড। এবিষয়ে গণমাধ্যমের রিপোর্ট প্রকাশ প্রচার নিয়ে ক্ষোভ রয়েছে নগরবাসীর।
আলু, পেয়াজ, চাল সবজির বাজারের পাশাপাশি ডিমের দামও এখনো সাধারণের নাগালের বাইরে। সরকারের বিভিন্ন উদ্যোগ ব্যর্থ হয়েছে ডিমের বাজার নিয়ন্ত্রণেও। এমন বাস্তবতায় এবার খোলাবাজারে ট্রাকসেলের মাধ্যমে সরকারনির্ধারিত দামে ডিম বিক্রি শুরু করলো টিসিবি ও বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। ক্ষুদ্র খামারিদের কাছ থেকে ডিম কিনে শুরু হল এই উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, কর্পোরেট খামারিরা এগিয়ে এলে সরকারনির্ধারিত দামে সারাদেশে ডিম পৌঁছে দেওয়া সম্ভব।
আজ সোমবার কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, এখানে ট্রাক সেলের মাধ্যমে সরকার ঘোষিত ন্যায্য মূল্যে ডিম বিক্রি হওয়ায় নিম্ন আয়ের মানুষ এবং যারাই এখান থেকে কিনবে তারা কিছুটা স্বস্তি পাবে। সম্প্রতি অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বসে গত ১৪ সেপ্টেম্বর প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার। এরপর সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের লক্ষ্যে ভোক্তা অধিকার ঢাকা মহানগরসহ সারা দেশে অভিযান চালায়। উদ্বোধনী অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অভিযানের ফলে সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রি হলেও গত ৮-১০ দিন ধরে ডিমের ডিমের দাম আবার বেড়েছে। এই পরিস্থিতির মধ্যে গত বৃহস্পতিবার বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সরকার ঘোষিত মূল্যে (প্রতিটি ডিম ১২ টাকা মূল্যে) খোলা বাজারে ডিমের ট্রাক সেল কার্যক্রম পরিচালনার প্রস্তাব দেয়।
টিসিবির কর্মকর্তা খলিলুর রহমান মনে করেন, নিয়ম মেনে বিভিন্ন এলাকায় সবাই সুশৃঙ্খল থাকলে ডিম বিতরণ কাজটি সুচারুরূপে করা যাবে। এদিকে আমদানির অনুমতি দেয়া ডিম আগামী তিন-চারদিনের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য বিপণনের অক্টোবর মাসের কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছিলেন তিনি।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।