ক্লাব কার্যক্রমের খবর
কিশোরগঞ্জে রেডিও তেহরানের শ্রোতাদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা
আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের উদ্যোগে রেডিও তেহরানের শ্রোতাদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও সংগঠনের সভাপতি মোঃ শাহাদত হোসেন।
গতকাল (সোমবার) কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের কাছে মুক্তমঞ্চের নিকট উন্মুক্ত ছাউনিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন অঞ্চল হতে বেশকিছু শ্রোতা উপস্থিত ছিলেন। তারা হলেন শরীফ মিয়া, মো. আতিকুল ইসলাম আতিক, জাহাঙ্গীর আলম, শরিফা আক্তার পান্না, মোঃ আজহারুল ইসলাম তামিম, মোছাঃ জীবুন্নেছা খানম শ্যামা, সুমাইয়া সুলতানা নৌশিন, নাবিলা তাসনিম, তায়্যিবা খানম পুষ্পিতা, পুষ্পিতা রানী পাল, মোঃ মোখশেদুল হাসান, মোঃ মাজহারুল ইসলাম শাকিল, সায়মন আহমেদ পাভেল, সজীব হাসান শান্ত, তাকরিম হোসেন, আবদুস সামাদ, মতি মিয়া প্রমুখ।

সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম আতিকের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় শ্রোতারা রেডিও তেহরানের নানা দিক তুলে ধরেন। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে রেডিও তেহরান যে বাংলাদেশের অনেক মানুষের সংবাদ প্রাপ্তির প্রধান উৎস সে কথাটি তারা জোর দিয়ে বলেন। এছাড়া তারা গাজা-ইসরাইল যুদ্ধ প্রসঙ্গে ইরানের ভূমিকারও প্রশংসা করেন।
আলোচনায় অংশ নিয়ে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সহ-সভাপতি শরিফ মিয়া বলেন, সম্প্রতি রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা অনেক বেড়ে গেছে। এটি একদিকে যেমন আমাদের ক্লাবের কার্যক্রমের ফল, তেমনি অন্যদিকে রেডিও তেহরানের নিরপেক্ষ সংবাদ প্রচারেরও ফল। মানুষ মধ্যপ্রাচ্য সম্পর্কে সঠিক তথ্য পেতে এখন রেডিও তেহরানের উপর নির্ভর করে। তিনি আরো বলেন, শ্রোতা বৃদ্ধিতে আমরা চলমান লাইভ প্রতিযোগিতা ছাড়াও আরো নতু নতুন পদক্ষেপ হাতে নেব। আশা করি সেসব কার্যক্রমেও আপনারা সম্পৃক্ত থাকবেন।

সংগঠনের অপর যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের মুসলিম ভাইয়েরা ফিলিস্তিনে ইহুদিদের দ্বারা নির্যাতিত হচ্ছে। ইতোমধ্যে ইসরাইলের আক্রমণে দশ হাজারের অধিক ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। কিন্তু বিশ্ববিবেক তাদের হত্যা প্রতিরোধে এগিয়ে আসেনি। একমাত্র ইরান ছাড়া মুসলিম বিশ্বও তেমন একটা এগিয়ে আসেনি। তাই মজলুম ফিলিস্তিন ভাইদের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা ইরানকে ও ইরানের সরকারকে ধন্যবাদ জানাই।
আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরিফা আক্তার পান্না বলেন, বর্তমানে আমাদের সংগঠনটি কর্মদক্ষতার মাধ্যমে একদিকে যেমন শ্রোতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, তেমনি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ইরান ও রেডিও তেহরানকে তুলে ধরছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সংগঠনের সহ-ক্রীড়া সম্পাদক মোঃ আজহারুল ইসলাম তামিম বলেন, রেডিও তেহরানের লাইভ অনুষ্ঠানে আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের উপস্থিতি সর্বাধিক। সেজন্য তিনি পুরাতন ও নতুন শ্রোতাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যেন এভাবে রেডিও তেহরানের সাথে থাকেন সে আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জনাব মোঃ শাহাদত হোসেন বলেন, একজন বেতার শ্রোতা তথ্যের দিক দিয়ে অন্য যে কারো চেয়ে এগিয়ে থাকে। ফলে চাকুরির ইন্টারভিউতে যেমন তিনি ভালো করেন, তেমনি সামাজিক আড্ডায়ও তিনি সঠিক ও সর্বশেষ তথ্য দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করতে পারেন।

তিনি আরো বলেন যে, রেডিওর গুরুত্ব শেষ হয়ে যায়নি। নতুন মাধ্যমে রেডিও আবার জনপ্রিয় মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে। রেডিও তেহরানসহ কয়েকটি আন্তর্জাতিক বেতার কেন্দ্র এবং বাংলাদেশ বেতারও শ্রোতাদের দোড়গোড়ায় পৌঁছাতে চেষ্টা করছে। তাদের প্রচেষ্টা সফল হলে বাংলাদেশ বেতারসহ আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো তাদের হারানো গৌরব আবার ফিরে পাবে। ইতোমধ্যে রেডিও তেহরান নতুন মাধ্যমে শ্রোতাদেরকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। তাই ওয়েব, ফেসবুক ও ইউটিউবে শ্রোতা সংখ্যা বেড়েছে।

অনুষ্ঠান শেষে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ থেকে পাঠানো উপহার সামগ্রীগুলো নির্দিষ্ট শ্রোতাদের কাছে তুলে দেন সংগঠনের সভাপতি মোঃ শাহাদত হোসেন।#