ফিলিস্তিনবিষয়ক গান: 'স্বাধীন হবে প্রাণের ফিলিস্তিন'
ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে একটি গান লিখেছেন রেডিও তেহরানের সাবেক উপস্থাপক, কবি-গীতিকার শাহ নওয়াজ তাবিব। গানটিতে সুরারোপ এবং কণ্ঠ দিয়েছেন গীতিকার নিজেই।

গানটি লেখার প্রেক্ষাপট সম্পর্কে রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডেকে তিনি বলেন: "এখন থেকে প্রায় দু বছর আগে ভাবলাম- আমি ফিলিস্তিন নিয়ে কিছু লিখছি না কেন। অন্ততঃ একটা গান তো লেখা উচিত। আল্ কুদস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দু একবার গেয়েছি - 'আল্লাহ্ তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান...'। আয়োজকদের পরামর্শেই ঐ গানটি অনুষ্ঠানে পরিবেশন করেছি। তখন আরও জোর তাগাদা অনুভব করলাম যে ফিলিস্তিন বিষয়েই একটা গান লিখতে হবে এবং গাইতে হবে। তখন করোনার প্রাদুর্ভাবে ঘরেই থাকি। সুতরাং সময় পেলাম লেখার। যতদূর মনে পড়ে ২০২১ সালের ২৫শে মে এই গানটি লিখেছি। কয়েকমাস আগে উদ্যোগ নিয়েও সময় সুযোগের অভাবে রেকর্ড করা হয়নি। এবার যুদ্ধ শুরু হলে এগিয়ে এলাম। সহযোগী বন্ধুরাও এগিয়ে এলেন। রেকর্ড করা হলো গানটি।"
গানের কথা
স্বাধীন হবে স্বাধীন হবে স্বাধীন হবে প্রাণের ফিলিস্তিন
স্বাধীন হবে স্বাধীন হবে স্বাধীন হবে প্রাণের ফিলিস্তিন
মানবতার পক্ষে তাই জোর গলায় বলতে চাই
স্বাধীন হবে হবেই ফিলিস্তিন
মানুষ যারা মানুষ আছে সত্য-প্রকাশ তাদের কাছে
স্বাধীন হবে হবেই ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন।
চোখে যাদের বারুদ জ্বলে বীর মুজাহিদ দলে দলে
চোখে যাদের বারুদ জ্বলে বীর মুজাহিদ দলে দলে
মুক্তিকামী এমন সেনা যায় নাকো আর কভু কেনা
তাদের হাতেই মুক্তি দেশের হবেই হবে হবেই হবে
স্বাধীন হবে হবেই ফিলিস্তিন
হবেই হবে স্বাধীন ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন।
দখলদারের দিন ফুরাবে
বঞ্চিতের আশা পুরাবে।।
বদলা নেবে শিশু হত্যার শান্তি এবং নিরাপত্তার
বিজয় কেতন উড়বে আবার
স্বাধীন হবে হবেই ফিলিস্তিন
হবেই হবে স্বাধীন ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন।
অত্যাচারে জর্জরিত দীর্ঘকালের শত ক্ষত
ঝরছে কত রক্ত-বারি সবটা কি আর বলতে পারি
হবেই হবে এবার অবসান
জালিম দখলদারের অপমান
যায়নবাদীর হবেই অপমান
বিশ্বব্যাপী মুক্তিকামী গুনছে আশায় দিন
হবেই হবে স্বাধীন ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন।
যায়নবাদীর অস্ত্র হায় দৈত্য দানব লজ্জা পায়
সত্য ঢেকে মিথ্যাকেই করেছে আশ্রয়
মাসুম শিশু নারী-যুবা তরুণী আর বৃদ্ধ কেবা
মানে না ওই দখলদার
স্বভাব ঠিকই হায়েনার
ঘনিয়েছে এবার তোদের দিন
হবেই হবে স্বাধীন ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন।
কেবলা প্রথম মুসলিমের
আলকুদস অবরুদ্ধ ফের।।
পড়ব নামাজ সবাই মিলে
পারবে নাকো রাখতে গিলে
বীরসেনানি আসছে ধেয়ে
রক্ত-নদী তরী বেয়ে
হবেই হবে স্বাধীন ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন।
শয়তানি সব চক্র মিলে
খাচ্ছে তোমায় নিত্য গিলে
আমরা তবু বিশ্ব-মানব আছি তোমার পাশে
মানবতার জয় হবে
নিপীড়িতের জয় হবে
মুক্ত প্রভাত আসবে রে সুদিন
হবেই হবে স্বাধীন ফিলিস্তিন
ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬