শহীদ ফিলিস্তিনি শিশুদের স্মরণে লিটন হাফিজ চৌধুরীর গান 'সালাম'  
(last modified Wed, 22 Nov 2023 12:36:12 GMT )
নভেম্বর ২২, ২০২৩ ১৮:৩৬ Asia/Dhaka

গাজায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলায় শহীদ শিশুদের আত্মার প্রশান্তি কামনা করে এবং ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে 'সালাম' শিরোনামের একটি গান লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী লিটন হাফিজ চৌধুরী।

গানটি আজই Liton Hafiz Official ইউটিউব চ্যানেল এবং LHC ফেসবুক পেইজে একযোগে রিলিজ হয়েছে। হৃদয়গ্রাহী গানটির কথাগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মো. মাহফুজ এলাহি ও মো. ইফতেখার হাসান। আর ফার্সি সাবটাইটেল লিখেছেন ড. আবদুল কুদ্দুস বাদশা। কম্পোজার হিসেবে ছিলেন জুলকার নাইন। গাজা যুদ্ধের ফুটেজ ব্যবহার করে ভিডিও এডিট ও গ্রাফিক্স ডিজাইন করেন মিজানুর রহমান রাসেল।

গানের প্রথমাংশ (স্থায়ী) লেখা হয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিমি রায়িসির সাম্প্রতিক একটি বক্তৃতা থেকে। ১১ নভেম্বর সৌদি আরবে ওআইসি'র জরুরি শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনি শিশুদের উদ্দেশ্যে আবেগঘন সালাম পাঠ করে তিনি বলেছিলেন, "সেই শিশুদের ওপর সালাম, যারা গাযযার বিধ্বস্ত স্থানের পাশে কুরআনের কাছে আশ্রয় গ্রহণ করেছে এবং কুরআন তেলাওয়াত করছে।"

গানটি রচনার প্রেক্ষাপট জানতে চাইলে লিটন হাফিজ চৌধুরী রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডেকে বলেন: "বিশ্বের চলমান মানবিক সংকট ও বিপর্যয় বলতে আমি জুলুমবাজ তথা দখলদার ইজরায়েল কর্তৃক নিরিহ ফিলিস্তিনের উপর অব্যাহত বর্বরোচিত আক্রমণকেই বুঝি। নির্যাতিত ফিলিস্তিনের প্রতি মুসলিম বিশ্বের একটা মানসিক বা আবেগী সমর্থন কাজ করছে প্রতিনিয়ত। একজন বাংলাদেশি সচেতন মুসলমান হিসেবে আমিও এর ব্যতিক্রম নই। উত্তরাধিকার সুত্রেই আমি একজন কণ্ঠশিল্পী যদিও কাঙ্ক্ষিত মানের নই। তারপরেও যেহেতু গাইতে পারি তাই আলহামদুলিল্লাহ পড়ি সবসময়। ইরান প্রবাসী বাংলাদেশি ভাই মোহাম্মদ আশিকুর রহমান মারফত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রায়িসির একটি অনুপ্রেরণামুলক বক্তব্যের অনুবাদ আমার নজরে পড়ে। গাযযার শিশু ও শহীদদের প্রতি তাঁর সালাম ও শ্রদ্ধা নিবেদন আমাকে খুব নাড়া দিল। আমি তৎক্ষণাৎ আল্লাহর সাহায্য চেয়ে বক্তব্যটিকে গীতে রূপান্তর করার চেষ্টায় নেমে পড়ি। গীত সম্পন্ন ও সুর আরোপ করে ওস্তাদ মেহরাজ মিঠু ভাই, এরফানুল হক ভাই, আশিকুর রহমান ভাই এবং কে এম রাশিদুজ্জামান ভাইকে শুনতে দেই। তারপর  প্রিয় সাউন্ড ডিজাইনার জুলকার নাইন-এর স্টুডিওতে গিয়ে অডিও রেকর্ড করি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভিডিও এডিটর ও গ্রাফিক ডিজাইনার মিজানুর রহমান রাসেল-এর সমাপনী সহযোগিতায় এটি একটি অডিও-ভিজুয়াল প্রোডাকশনে রূপ নেয়। সবশেষে, এটার সফল উদ্যোগ ও সমাপ্তির জন্য আল্লাহর ইচ্ছাকেই আমি প্রাধান্য দেবো।"

লিটন হাফিজ চৌধুরী আরও বলেন, "ফিলিস্তিনের পাশে সরাসরি দাঁড়ানোর সামর্থ্য আমার নেই। তাঁদের জন্য দোয়া হলো আমার প্রধান অস্ত্র। খুলনার হুজুর সাইয়েদ ইবরাহীম রাজাভী'রএকটা বক্তব্য শুনলাম সেদিন। তিনি বলছিলেন, আমাদের অর্থনৈতিক সহযোগিতা সেখানে পৌঁছবে কিনা জানি না তবে আমাদের দোয়া ঠিকই আল্লাহ কাছে পৌঁছবে। তাই তিনি সবাইকে রোজা রেখে দোয়া করতে বলেছিলেন ফিলিস্তিনেরজন্য। এই চিন্তাটাও আমাকে আন্দোলিত করল। সর্বোপরি এই কাজটিতে চিন্তা ও মুল্যবান পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছে আহসান হাবীব ভাই, শাওন ভাই, নিপু ভাইসহ অনেকেই। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জনাব রেডিও তেহরানের আশরাফুর রহমান ভাইকে। যেসকল বাংলাদেশি ভাই ও বন্ধুরা এই গানটিকে মুসলমানদের অনুপ্রেরণা যোগাতে ছড়িয়ে যাচ্ছেন সবার জন্য দোয়া। বাংলাদেশ থেকে গাযযার নির্যাতিতত শিশু ও সকল শহীদদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আল্লাহ কবুল করুন। আমীন।"

গানের লিরিক

সালাম সালাম

সেই শিশুদের ওপর সালাম

যাঁরা গাযযার বিধ্বস্ত স্থানের পাশে..

যারা কুর'আনের কাছে আশ্রয় গ্রহণ করেছে...

যারা কুর'আন তিলাওয়াত করছে..

তাদের ওপরে সালাম

সালাম সালাম সালাম সালাম

তাদের ওপরে হাজার সালাম।।

 

যারা পৃথিবীর নিকৃষ্ট জীবগুলোকে,

করছে প্রকম্পিত...

যারা পৃথিবীর সেরা সেনাবাহিনীগুলোকে,

করছে পরাজিত

তাদের প্রতি রইলো হাজার সালাম, রইলো হাজার সালাম।।

 

যারা ছোট্ট ছোট্ট কচি হাতগুলো দিয়ে, করছে প্রতিহত...

যারা যায়নবাদীদের হিংস্র পাশবিকতাকে, করছে উন্মোচিত.

তাদের প্রতি রইলো হাজার সালাম, রইলো হাজার সালাম।।

 

যাদের রক্তাক্ত চেহারাগুলো

দেখে, সইতে যে পারছি না

যাদের টুকরো টুকরো দেহগুলো দেখে, কাঁদতেও পারছি না

যাদের ভাঙা হাড়গুলো

বলছে, এইতো জেগে উঠলাম।।

 

সত্যিকারের বীর হচ্ছে তারা

তারাইতো মুজাহিদ

আল কুদসের জন্য লড়ছে তারা

তারাইতো সেই শহীদ

তারাই বিজয় আনবে ফিলিস্তিনে

ইনশাআল্লাহ।।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।