নির্বাচনে আসার সুযোগ আছে বিএনপির- কাদের: বিএনপি আসলে তফসিল পেছাবে- ইসি
-
ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেওয়া যাবে না। তাদের এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।
আজ (শুক্রবার) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
এদিকে, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, বিএনপি একটা বড় দল, নির্বাচনের বাইরে আছে। তারা যদি অংশগ্রহণ করে, তফসিল পেছানোর সুযোগ রয়েছে। তাদের পক্ষ থেকে নির্বাচনে আসার প্রস্তাব এলে বিবেচনায় নেওয়া যাবে। তফসিল পুনর্নির্ধারণ করা হবে।
সকালে মৌলভীবাজার সার্কিট হাউজের মুন হলে নির্বাচন সংক্রান্ত জেলার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি কর্মকর্তা বলেন, আলোচনায় আমন্ত্রণ জানালে ২৬টি দল আসে, ১৮টি দল আসে না। কারা নির্বাচনে এলো আর কারা এলো না, এটা তাদের দলীয় ব্যাপার। এজন্য নির্বাচন থেমে থাকবে না। ২৮ জানুয়ারি, ২০২৪ এর মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করার। ভোটাররা ভোট দিতে এলেই নির্বাচন সফল হবে।
অন্যদিকে, রংপুরে বিভাগীয় কমিশনার অফিসের রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোটের তারিখ পেছানোর সম্ভাবনা নেই। হরতাল-অবরোধের মতো কর্মসূচি বন্ধে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। তিনি বলেন ভোটের পরিবেশ তৈরি আছে এবং তৈরি থাকবে, তা যে কোনোভাবেই হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।#
পার্সটুডে/বাদশা রহমান/আশরাফুর রহমান/২৪