ভরাডুবির আশংকায় নির্বাচনে না এসে ভণ্ডুলের পাঁয়তারা করছে বিএনপি; অভিযোগ কাদেরের
https://parstoday.ir/bn/news/bangladesh-i131606-ভরাডুবির_আশংকায়_নির্বাচনে_না_এসে_ভণ্ডুলের_পাঁয়তারা_করছে_বিএনপি_অভিযোগ_কাদেরের
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৩ ১৮:০১ Asia/Dhaka
  • ভরাডুবির আশংকায় নির্বাচনে না এসে ভণ্ডুলের পাঁয়তারা করছে বিএনপি; অভিযোগ কাদেরের

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহন মূলক। আজ রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ ছাড়া ভরা ডুবির আশংকা থেকেই বিএনপি নির্বাচন ভণ্ডুল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন,  আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিকভাবে কেউ প্রার্থী হলে তা ইতিবাচক। 

তিনি জানান, অপরাজনীতির জন্য অনেক আগে থেকেই জনগণ থেকে বিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে বিএনপি। তাই জনগণকে নিয়ে চিন্তা না করে, নির্বাচন প্রতিহত করার পায়তারা করছে তারা।  

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রবিবার সকালে অপর এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে, তাদের সাথে কোনো আলোচনা হতে পারেনা। দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তথ্যমন্ত্রী। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।