অস্থির পেঁয়াজের বাজার, চড়া দামের বিক্রি ঠেকাতে মাঠে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
(last modified Sat, 09 Dec 2023 11:57:52 GMT )
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৭:৫৭ Asia/Dhaka

বাংলাদেশের পেঁয়াজের বাজার আবারো অস্থির, এলাকা ভেদে দাম বেড়েছে কেজি প্রতি অন্তত ৩০ থেকে ৪০ টাকা। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় এ অবস্থার সৃষ্টি বলে অভিযোগ ব্যবসায়ীদের।

চাহিদার তুলনায় উৎপাদন, আমদানি ও সরবরাহ পর্যাপ্ত থাকলেও ১ দিনের ব্যবধানে খুচরা বাজারে কেজিপ্রতি ৩০ টাকা বাড়ানো হয়েছে। এতে এক কেজি দেশি পেঁয়াজ কিনতে ক্রেতার সর্বোচ্চ ১৫০ টাকা খরচ করতে হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। এতে ক্ষুদ্ধ ক্রেতা সাধারণ। বিভিন্ন খুচরা ও পাইকারী বাজারের বিক্রেতারা বলছেন, এমনভাবে দাম বাড়ায় বিক্রি কমেছে তাদের।

এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন পেঁয়াজ বাজারে অভিযান পরিচালনা করছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান করছেন, সংস্থার কর্মকর্তারা।  অতিরিক্ত দামে পিয়াজ বিক্রি হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। প্রয়োজনে পুলিশ ফোর্স নিয়ে এসে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ভোক্তা অধিদপ্তর।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলেও বর্তমানে দেশের বাজারে প্রভাব পড়ার কোনো কারণ নেই। কারণে দেশে চাহিদার তুলনায় উৎপাদন ও আমদানি পর্যাপ্ত পরিমাণে হয়েছে। পাশাপাশি নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। ফলে এখন দাম বাড়া অযৌক্তিক। তাই তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে অসাধু মহল আবার পেঁয়াজের দাম নিয়ে ভোক্তাকে নাজেহাল করে ফেলবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২৫ লাখ টন। কৃষি মন্ত্রণালয় সূত্র বলছে, এ বছর দেশে প্রায় ৩৪ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। কিন্তু মজুত সুবিধার অভাবে দেশে উৎপাদিত পেঁয়াজের প্রায় ২৫ শতাংশ নষ্ট হয়েছে। ফলে প্রায় সাড়ে ৬ লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়েছে। তাই এই মুহূর্তে দেশে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে।

এদিকে, গেল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার থেকে রপ্তানি বন্ধ কার্যকর হয়েছে। আর ৩১ মার্চ পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/৯ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ