দেশের স্বার্থে গ্রহনযোগ্য নির্বাচনের বিকল্প নেই: নির্বাচন কমিশনার আনিছুর
(last modified Fri, 22 Dec 2023 11:27:30 GMT )
ডিসেম্বর ২২, ২০২৩ ১৭:২৭ Asia/Dhaka
  • নির্বাচন কমিশনার মো.আনিছুর রহমান
    নির্বাচন কমিশনার মো.আনিছুর রহমান

দেশের অস্তিত্ব ও অর্থনীতির স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনার মো.আনিছুর রহমান। আজ শুক্রবার দুপুরে, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে, জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি একটি ভাল নির্বাচন করতে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। এদিকে, পাবনায় অপর এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে পরিবেশও সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রিজাইডিং অফিসার এবং জেলার ৫টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে পৃথক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সভায় নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি নিরপেক্ষ ও  নির্ভয়ে দায়িত্ব পালনের আহবান জানান নির্বাচন কমিশনার। জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান ও পুলিশ সুপার আকবর আলী মুনসী’সহ অন্যরা#

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ