দেশের রিজার্ভ ভাল আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই: পরিকল্পনামন্ত্রী
(last modified Sun, 24 Dec 2023 10:28:22 GMT )
ডিসেম্বর ২৪, ২০২৩ ১৬:২৮ Asia/Dhaka
  • পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বাংলাদেশের রিজার্ভ ভাল আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান । তিনি বলেছেন, রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রিজার্ভ ভালো আছে। দেশের অর্থনীতি ভালো রয়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টে সেটি প্রমাণ হয়েছে।

আজ রোববার সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অর্থনীতি ভারত পাকিস্তানের চেয়ে ভালো আছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে, দেশে রিজার্ভের কোনো সংকট নেই। রিজার্ভ বাড়বে কমবে এটা কোনো বিষয় না। মন্ত্রী বলেন, ‘এ বছর আমাদের জিডিপি ৬ দশমিক ৫ হবে। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে।’সুতারং সাধারণ জনগনকে এ বিষয়ে আতংকিত না হওয়ার আহবান জানিয়েছেন তিনি।#

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।