ঢাকায় চলছে ভোটের প্রচারণা
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজধানী ঢাকার প্রার্থীরা,স্মার্ট ঢাকা উপহার দেয়ার প্রতিশ্রুতি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নিজ নিজ আসনে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের দিন স্বতস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তারা। দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচিত হলে রাজধানীকে স্মার্ট ও আধুনিক করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। তাই এবার প্রার্থীদের টার্গেট নতুন ভোটাররা।
সাধারণ মানুষের প্রত্যাশা এমন প্রার্থীকে তারা বেঁছে নিবেন যারা কাজ করবেন জনগণের কল্যাণে। নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকার পাড়া মহল্লা অলি গলি ছেয়ে গেছে পোস্টারে পোষ্টারে। প্রার্থীরাও ছুটছেন দিন-রাত, চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা।
ঢাকা–১০ আসনের হাজারীবাগে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। ঢাকা সাত আসনের লালবাগের চিত্রও একইরকম। পরিবেশই বলে দিচ্ছে ভোট এসে গেছে। বরাবরের মতো যোগ্য প্রার্থীকেই বেছে নেয়ার প্রত্যাশা ভোটারদের। ঢাকা–১০ আসনে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা–৭ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনিও। আর ঢাকা–৮ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাসিমের পক্ষে গণসংযোগ করেন তার স্ত্রী সুলতানা শামীমা চৌধুরী। এছাড়া ঢাকা–১২ আসনের আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে সমর্থকরা মিছিল মিটিং করছেন প্রায় প্রতিদিন।
এদিকে, পুরান ঢাকার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা ৪ আসনের নির্বাচনী আমেজ যেন একটু বেশিই। সেখানের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৯০৮ জন। এবার যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী সানজিদা খানম। মো.মনির হোসেন স্বপন আর আওলাদ হোসেন লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা।
এছাড়া,বাংলাদেশ কল্যাণ পার্টির মো.ইয়াসিন হোসেন হাতঘড়ি,তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম সোনালী আঁশ,বাংলাদেশ কংগ্রেসের মো.সোহেল ডাব নিয়ে রয়েছেন ভোটের মাঠে। তবে বিএনপি নির্বাচন বর্জন করায় এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দল গুলোর মধ্যে টানা পোড়েন থাকলেও গণতান্ত্রিক ধারবাহিকতা রক্ষায় ভোট দিতে চান নতুন প্রজন্মের প্রতিনিধিরা। একটি সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে কাঙ্খিত যোগ্য অভিভাবক বেছে নিতে চান এ এলাকার ভোটাররা। #
পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।