চায়ের আড্ডায় আড্ডায় কথার ফুলঝুরি, চলছে যুক্তি, পাল্টা যুক্তি; জমজমাট নির্বাচনী প্রচারণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i132900-চায়ের_আড্ডায়_আড্ডায়_কথার_ফুলঝুরি_চলছে_যুক্তি_পাল্টা_যুক্তি_জমজমাট_নির্বাচনী_প্রচারণা
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চায়ের আড্ডায় ফুটছে কথার ফুলঝুরি, চলছে যুক্তি, পাল্টা যুক্তি। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, গ্রাম গঞ্জের চায়ের দোকানগুলোতে ততোই জমে উঠছে প্রাণবন্ত আড্ডা। চায়ের কাপের ঝড়ে মূর্তিমান হয়ে উঠছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা আর রাজনৈতিক ভাবনা। এদিকে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৩, ২০২৪ ১৭:২২ Asia/Dhaka
  • চায়ের আড্ডায় আড্ডায় কথার ফুলঝুরি, চলছে যুক্তি, পাল্টা যুক্তি; জমজমাট নির্বাচনী প্রচারণা

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চায়ের আড্ডায় ফুটছে কথার ফুলঝুরি, চলছে যুক্তি, পাল্টা যুক্তি। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, গ্রাম গঞ্জের চায়ের দোকানগুলোতে ততোই জমে উঠছে প্রাণবন্ত আড্ডা। চায়ের কাপের ঝড়ে মূর্তিমান হয়ে উঠছে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা আর রাজনৈতিক ভাবনা। এদিকে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

দেশের বিভিন্ন নির্বাচনী আসনে প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। নির্বাচন এলেই গুরুত্ব বাড়ে সাধারণ মানুষের। সময়ের এই পরিবর্তনের হিসেব নিকেশটা কঠিন হলেও, এর সমাধান সাধারণভাবেই করেন প্রান্তিক মানুষ। বেশিরভাগের কেন্দ্রস্থল হয় চায়ের দোকানে আড্ডা। দলীয় মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থীদের জটিল সমীকরণ মেলাতে যখন ব্যস্ত নেতারা, তখন প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাতে চায়ের কাপে ঝড় তোলেন তারা। সুষ্ঠু ভোট নিয়ে শংকা থাকলেও, কেউ কেউ মনে করছেন বিএনপি না এলেও ক্ষতি নেই। এদিকে, প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। কেউ আবার জনসভায় জনগণ ভাড়া নেয়ার অভিযোগও তুলছেন। 

ভোটারদের মাঝে আতঙ্ক তৈরি করতে মশাল মিছিল করে রাস্তায় আগুন দিচ্ছে বিএনপি। পাশাপাশি ভোটকেন্দ্রে না যেতে বিতরণ করছে, লিফলেট। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় মাঠে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতি দেশের তৃণমূল বিভিন্ন এলাকায়। উপকূলীয় জেলা বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেছেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় বদ্ধ পরিকর তারা। সব মিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের রয়েছে নানা প্রত্যাশা। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন