জানুয়ারি ৩০, ২০২৪ ১৭:৪৯ Asia/Dhaka

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ এগিয়ে  বাংলাদেশের অবস্থান এখন দশম বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রাজনৈতিক প্রভাব থাকার কারণে দুর্নীতি দমন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না বলেও জানান তিনি।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত দুর্নীতির ধারণা সূচক নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রাজনৈতিক প্রভাবের ফলে সুশাসন ঠিকমত কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত করার নীতি কতটুকু কার্যকর করতে পারবে সেটি এখন দেখার বিষয়। টিআইবি মনে করেন, সূচকের এই স্কোর ও অবস্থানই জানান দেয়, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবিক অর্থে কতটুকু কার্যকর হয়েছে।

ওবায়দুল কাদের

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচক নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট। তিনি বলেন, এসব অপবাদকে সরকার পরোয়া করে না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, তিনি এ সব মন্তব্য করেন। কাদের বলেন, বাংলাদেশ অন্য যে কোন সময়ের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। টিআইবির এই প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ