১০০ কোটি ডলার পাচার: এস আলম পরিবারের ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা দুদকের মামলা
বাংলাদেশের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২৮৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দুটি করা হয়েছে।
আজ (বুধবার) রাজধানীর সেগুনবাগিচায় দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণী অনুযায়ী, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২৩ কোটি ৫১ লাখ টাকা অর্জন করেছেন। এছাড়া, তার ৬টি ব্যাংক অ্যাকাউন্টে ২৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।
অপর মামলায় গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজী দুজনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে ৯ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও, হাসিনা গাজীর নামে ৫টি ব্যাংক অ্যাকাউন্টে ৩১ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।
১০০ কোটি ডলার পাচার: এস আলম পরিবারের ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এদিকে সিঙ্গাপুরে ১০০ কোটি ডলার পাচারের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের পরিবারের ১১ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (মানি লন্ডারিং) নূরে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তদন্তে জানা গেছে, তারা যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে বিদেশে আশ্রয় নিতে পারেন। তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য ও উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা কঠিন হবে।তাই অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
এর আগে গত বছরের ৭ অক্টোবর একই আদালত সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে প্রায় ১০০ কোটি ডলার পাচারের অভিযোগে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন ও তার পরিবারের ১১ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।#
পার্সটুডে/জিএআর/৫