ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৮:৩৮ Asia/Dhaka
  • রমজানকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা, প্রয়োজনে জরুরি আইন প্রয়োগ: বাণিজ্য প্রতিমন্ত্রী

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল, চিনি, তেল ও খেজুরে ভ্যাট ও শুল্ক কমিয়েছে সরকার। এর মধ্যে খেজুরে আমদানি শুল্ক ১০ শতাংশ, চালে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ, তেলে মূসক ৫ শতাংশ ও চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বৃহস্পতিবার পৃথক চার প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে,এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত খেজুরের,১৫ এপ্রিল ভোজ্যতেলে, ৩১ মার্চ পর্যন্ত চিনিতে ও ১৫ মে পর্যন্ত চালে এই সুবিধা বলবৎ থাকবে।

গত ৩০ জানুয়ারি চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর-এ চার নিত্যপণ্যের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এই চার পণ্যে শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন প্রজ্ঞাপনে পরিশোধিত-অপরিশোধিত প্রতিটন চিনিতে আমদানিতে শুল্ক দেড় হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে। এর বাইরে অপরিশোধিত চিনি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট, ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি), ৩ শতাংশ অগ্রিম কর (এটি) এবং ৩০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) রয়েছে। আর পরিশোধিত চিনিতে বর্তমানে ভ্যাট ১৫ শতাংশ, এআইটি ৫ শতাংশ, এটি ৫ শতাংশ এবং আরডি রয়েছে ৩০ শতাংশ।

এসবের পরেও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা না গেলে, প্রয়োজন হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার জরুরি আইন প্রয়োগ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।  বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিকে, আসন্ন রমজানে ঐক্যবদ্ধভাবে যাতে বাজার নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন, কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ। বৃহস্পতিবার সকালে, গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি এসব কথা বলেন।#

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৮ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ