একমাত্র আওয়ামী লীগই জনগণের সংগঠন, গণভবনে বর্ধিত সভায় প্রধানমন্ত্রী
(last modified Sat, 10 Feb 2024 11:53:58 GMT )
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১৭:৫৩ Asia/Dhaka
  • একমাত্র আওয়ামী লীগই জনগণের সংগঠন, গণভবনে বর্ধিত সভায় প্রধানমন্ত্রী

জনগণই আওয়ামী লীগের শক্তি, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই জনগণের সংগঠন। এমন মন্তব্য করে তৃণমূলের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে দেশের মানুষের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। বক্তৃতায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নানা ষড়যন্ত্র হলেও নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। সরকারের ওপর জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে হবে, কোথাও যাতে দুর্নীতি না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছিলেন। জাতির পিতাকে হত্যা করার পর ২১ বছর ক্ষমতা জনগণের হাতে ছিল না। ক্ষমতা বন্দি ছিল ক্যান্টনমেন্টে। জনগণের কোনো অধিকার ছিল না। আওয়ামী লীগ ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিল।  আওয়ামী লীগ সভাপতি বলেন, এখন তৃণমূল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে এখন একযোগে কাজ করতে হবে, জনগণের কল্যাণই হবে সেখানে মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে। কোথাও যাতে দুর্নীতি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ