রংপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল আইআরআইবি ফ্যান ক্লাব
https://parstoday.ir/bn/news/bangladesh-i134464-রংপুরে_শীতার্তদের_মাঝে_কম্বল_বিতরণ_করল_আইআরআইবি_ফ্যান_ক্লাব
বিশ্ব বেতার দিবস ২০২৪ উপলক্ষে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় শাখার উদ্যোগে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ২০:৩৭ Asia/Dhaka
  • রংপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল আইআরআইবি ফ্যান ক্লাব

বিশ্ব বেতার দিবস ২০২৪ উপলক্ষে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় শাখার উদ্যোগে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ (মঙ্গলবার) রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের সভাপতি ও গঙ্গাচড়া মহিলা কলেজ-এর সহকারী অধ্যাপক ডক্টর মো: মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস মাস্টার (ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম) সহ-সভাপতি মোঃ রশিদুল আলম (প্রধান শিক্ষক, সরল খাঁ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট), সহ-সভাপতি মো: আজিজুর রহমান লিমন (ডিমলা, নীলফামারী), সহ-সভাপতি কান্তেশ্বর রায় (বদরগঞ্জ, রংপুর)  সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন আবেদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হায়দার স্বাধীন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রাফি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা নাজনীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক বিথী কুইন এবং ক্লাবের সদস্য শবনম মুস্তারী কুইন।

এছাড়াও উপস্থিত ছিলেন রেডিও তেহরানের একনিষ্ঠ শ্রোতা আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম (সহকারী অধ্যাপক, কাউনিয়া মহিলা কলেজ), মোঃ আশরাফুল ইসলাম (প্রভাষক, গংগাচড়া মহিলা কলেজ) মোস্তফা নুর ইসলাম (সহকারী অধ্যাপক, রাধা কৃষ্ণপুর ডিগ্রী কলেজ), আব্দুল মজিদ কাজল, মোঃ আব্দুল কাইয়ুম প্রমূখ।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের শ্রোতাদের নিয়ে ২০২৩ সালের ৭ জুলাই আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় শাখার আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ফলশ্রুতিতে ক্লাবটি ২০২৩ সালে যৌথভাবে শ্রেষ্ঠ কর্মমুখর ক্লাব হিসেবে রেডিও তেহরানের স্বীকৃতি পেয়েছে।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।