তেল,গ্যাস উত্তোলনে আন্তর্জাতিক বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর
(last modified Thu, 22 Feb 2024 13:59:40 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১৯:৫৯ Asia/Dhaka
  • তেল,গ্যাস উত্তোলনে আন্তর্জাতিক বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সমুদ্র-সীমায় তেল ও গ্যাস উত্তোলনের জন্য, আন্তর্জাতিক কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট-১৯৭৪’ এর সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে, সমুদ্র সম্পদ অনুসন্ধান এবং আহরণের ওপর গুরুত্ব দিতে হবে। সমুদ্র এলাকায় বিশাল অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামুদ্রিক পথ ব্যবহার কোরে, এখন আন্তর্জাতিক বাণিজ্য চলছে। এছাড়া,দেশের সমুদ্র সম্পদ রক্ষার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন,বাংলাদেশ যে সামুদ্রিক এলাকাগুলো অর্জন করেছে, সেখান থেকে সামুদ্রিক সম্পদ আহরণ করতে হবে। তিনি আরও বলেন, সামুদ্রিক সম্পদ আহরণের ক্ষেত্রে আমরা সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়”অনুসরণ করে সমুদ্রপথে ব্যবসা ও বাণিজ্য চালিয়ে যেতে হবে। 

সমুদ্রে যে সম্ভাবনাময় সুবিশাল অর্থনৈতিক এলাকা সরকার পেয়েছে, তা দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখবে বলে জানান প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/বাদশাহ রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ