রমজানে সাশ্রয়ী মূল্যে মাংস ও ডিম বিক্রি করবে সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i135188-রমজানে_সাশ্রয়ী_মূল্যে_মাংস_ও_ডিম_বিক্রি_করবে_সরকার
আসন্ন রমজান মাসে সাশ্রয়ী মূল্যে রাজধানী ঢাকার ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০২৪ ১৮:৩৬ Asia/Dhaka

আসন্ন রমজান মাসে সাশ্রয়ী মূল্যে রাজধানী ঢাকার ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের একথা জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, ১০ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত,রাজধানীর ৩০টি জায়গায় তা পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে সামর্থ্য অনুযারে আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ দেন মন্ত্রী। এছাড়া মানুষকে কষ্ট দিয়ে,অধিক মুনাফা লাভের চেষ্টা না করতে, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। প্রসঙ্গে ক্রমে দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন মহলেই ইদানিং চলে নানা আলোচনা সমালোচনা। বলা হয় অর্থনীতির সূচকের সংকট ও সমস্যায় বিপদ আসন্ন। এমন সব আলোচনায় কাউকে কান না দিতে আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন,অর্থনীতির সব সূচক বাড়ছে,ফলে অনিশ্চয়তা বা হতাশার কিছু নেই।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে,জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন  শেষে একথা বলেন অর্থমন্ত্রী। মন্ত্রী আরো বলেন, বর্তমানে যেখানে উন্নয়নের সূচকগুলো বাড়ছে,সেখানে মূল্যস্ফীতি মূল উদ্বেগ হতে পারে না। এসময় দেশের অর্থনীতি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া সরকারের উন্নয়নের সঠিক চিত্র দেশের মানুষের কাছে তুলে ধরতে,জেলা প্রশাসকদের নির্দেশনা দেন আবুল হাসান মাহমুদ আলী। #

 

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।