বিজিবিকে আরও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i135196-বিজিবিকে_আরও_স্মার্ট_বাহিনী_হিসেবে_গড়ে_তুলতে_কাজ_করছে_সরকার_প্রধানমন্ত্রী
সীমান্ত সুরক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায়, বিজিবিকে আরও স্মার্ট ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০২৪ ১৯:৩২ Asia/Dhaka
  • বিজিবিকে আরও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সীমান্ত সুরক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায়, বিজিবিকে আরও স্মার্ট ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, সকল প্রতিকূলতা মোকাবেলা কোরে, দেশের আস্থার প্রতীক হয়ে উঠবে বিজিবি । সোমবার সকালে পিলখানা সদর দফতরে, বিজিবি দিবসে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় শৃঙ্খলা অব্যাহত রাখতে, চেইন অব কমান্ড মেনে চলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে পিলখানা সদর দফতরে, বিজিবি দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথিকে বরণ করেন,বিজিবি মহাপরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রী। খোলা জিপে বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অসীম সাহসিকতা,বীরত্বপূর্ণ কাজ,সীমান্ত রক্ষায় দক্ষতা,কর্তব্যনিষ্ঠা,সততা ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ,বিজিবির ৭২ সদস্যকে  রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদকে ভূষিত করা হয়। পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তৃতার শুরুতেই, মহান মুক্তিযুদ্ধে তৎকালীন বিডিআরের ভূমিকা ও আত্মত্যাগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। স্মরণ করেন ২০০৯ সালের পিলখানা ট্রাজেডির কথাও। আগামীর বিশ্বের সাথে তাল মেলাতে, দেশের সকল বাহিনীকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে বলে জানান, প্রধানমন্ত্রী। বলেন, অতীতের মত আগামীতেও বিজিবি দেশের আস্থার প্রতীক হয়ে উঠবে।

রোহিঙ্গা সংকট সমাধানে বিবাদে না জড়িয়ে, প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলে জানান  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শৃঙ্খলা রক্ষায় নিজদের মধ্যে সম্পর্ক জোরদার করতে বাহিনীর সদস্যদের তাগিদও দেন তিনি। #

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।