দ্রব্যমূল্য ইস্যুতে অপপ্রচার চলছে- কাদের: ব্যর্থ সরকার বিরোধীদের দোষ দিচ্ছে- রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i135670-দ্রব্যমূল্য_ইস্যুতে_অপপ্রচার_চলছে_কাদের_ব্যর্থ_সরকার_বিরোধীদের_দোষ_দিচ্ছে_রিজভী
দ্রব্যমূল্য ইস্যুতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিন্ডিকেটের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে সরকার।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৬, ২০২৪ ১৭:০৭ Asia/Dhaka

দ্রব্যমূল্য ইস্যুতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিন্ডিকেটের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে সরকার।

আজ (শনিবার) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, ভারত পাশে থাকায় বাংলাদেশের নির্বাচনে বড় রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারেনি।

অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই একটি মহল ভারত বিদ্বেষী অপপ্রচার চালায়। তিনি বলেন, ভারত পাশে ছিল বলেই নির্বাচনে বড় কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারেনি। কাদের আরও বলেন, দ্রব্যমূল্য ইস্যুতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, সিন্ডিকেট যেই করুক প্রকৃত সত্য বের করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেরাই বাজার সিন্ডিকেট করে এখন বিএনপির ওপর দায় চাপাচ্ছে।

শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে তিনি বলেন, বাজার সিন্ডিকেট করে সরকার মেট্রোরেল দেখিয়ে জনগণকে অনাহারে রাখছে। দেশের মানুষের সমর্থনহীন সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচন নিয়ে নানা কথা বলছে, বলেও এসময় মন্তব্য করেন এই বিএনপি নেতা।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৬