মার্চ ১৮, ২০২৪ ১৮:৫৬ Asia/Dhaka

মধ্যপ্রাচ্যে সক্রিয় হয়ে উঠেছে ইউরোপে কর্মী পাঠানোর মানবপাচারকারী চক্র। যাদের অন্যতম প্রধান লক্ষ্য স্বল্প শিক্ষিত ও অদক্ষ শ্রমিক। আর এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন বহু প্রবাসী বাংলাদেশি। তাই পশ্চিমা দেশগুলোর স্বপ্ন দেখা অভিবাসীদের সংশ্লিষ্ট বিষয়ে জেনে এবং সঠিক প্রদ্ধতি মেনে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা।

বিশ্লেষকরা বলছেন, জীবিকার খোঁজে প্রবাসের কঠিন পথ বেঁছে নিয়েছেন, প্রায় দেড় কোটি বাংলাদেশি। কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই অভিবাসীদের সংখ্যা, সবচেয়ে বেশি। মরুর বুকে হাড়ভাঙ্গা পরিশ্রমে তারা গড়ে তুলছেন ভাগ্যের চাকা।

উন্নত জীবনের স্বপ্নে অনেক প্রবাসীই আবার পাড়ি জমানোর চেষ্টা করছেন ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতে। যেখানে অধিকাংশই হচ্ছেন প্রতারণার শিকার, হারাচ্ছেন সবকিছুই। এমনটা জানিয়েছেন কুয়েতের বাংলাদেশি ব্যবসায়ী সালাউদ্দিন খান।

এদিকে দুবাইয়ের প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে নতুন করে সক্রিয় হয়ে ওঠা মানব পাচারকারী প্রতারক চক্রের মূল টার্গেট স্বল্প শিক্ষিত ও অদক্ষ কর্মীরা।

সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের মানব পাচারকারি চক্রের প্রতারণা, ভয়ঙ্কর ধারালো। আর সেই ফাদেঁ না পড়ার আহ্বান জানিয়েছেন ভূক্তভোগীরা।

মোহাম্মদ হারুন অর রশিদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, সম্প্রতি বিদেশে মানবপাচারের অনেক বড় একটি চক্রের সন্ধান পেয়েছে তারা। গোয়েন্দা অনুসন্ধানে জানা যায়, এই চক্রে স্থানীয় রাজনীতিবিদ, বিমান বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ অনেক বড় বড় ব্যক্তিত্বরা জড়িত।

আসিফ মুনীর

আর অভিবাসন বিশেষজ্ঞ ও সাবেক আইওএম কর্মকর্তা আসিফ মুনীর মনে করেন, প্রতারক চক্র নতুন ফাঁদ বেশ শক্ত করেই ধরেছে। কারণ ইউরোপ যেতে প্রাথমিক ধাপ হিসেবে তারা অনেককে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়ে বিশ্বাস ও আস্থা অর্জন করছে। এরপরেই তাদেরকে দেখিয়ে আরো অনেক অভিবাসন প্রত্যাশীকে দলে ভেড়াচ্ছেন প্রতারক চক্র। এই সমস্যা এখনই সমাধান না করলে পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠার শংকা এই অভিবাসন বিশেষজ্ঞের।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১৮

ট্যাগ