মার্চ ২৯, ২০২৪ ১৭:২১ Asia/Dhaka
  • মির্জা ফখরুলের কাছে ৮০ ভাগ ‘নির্যাতিত’ নেতা-কর্মীর তালিকা চাইলেন ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের একটি বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তাঁর দলের ৮০ ভাগ ‘নির্যাতিত’ নেতা-কর্মীর তালিকা যেন হাজির করেন।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের মধ্যে দলের পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গতকাল (বৃহস্পতিবার) দলের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির প্রায় ৮০ শতাংশ নেতা-কর্মী সরকারের দমন-নির্যাতনের শিকার হয়েছেন।

ওবায়দুল কাদের-মির্জা ফখরুলকে বলেন, এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি নেতিবাচক। এই রাজনীতি দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করেনি। বিএনপির হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগ কোনো বিদেশি শাসন, কোনো বিদেশির দাসত্ব করে না। আওয়ামী লীগের হৃদয়ে বাংলাদেশ, চেতনায়ও বাংলাদেশ। সেটাই আওয়ামী লীগ মনেপ্রাণে ধারণ করে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির তাঁবেদারি করেছে। বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ও নির্বাচন বানচালের চক্রান্ত করেছে। তিনি বলেন, বিএনপি এই অন্ধকার থেকে আর বের হতে পারছে না। আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছে।#

পার্সটুডে/জিএআর/২৯

ট্যাগ