নিরাপত্তা বাহিনী বসে থাকবে না স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
বান্দরবানে সশস্ত্র হামলা, ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে
বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে হামলা ও ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ (শনিবার) রুমা উপজেলা কার্যালয়ের সামনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, ‘অস্ত্র–পোশাকসহ তারা ঢুকবে, আর আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে, তা কাম্য নয়। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যাব। কোনোক্রমেই আইন ভঙ্গ করতে দেব না।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হঠাৎ করে কেন এখানে এমন ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে।’
অর্থ সংগ্রহের জন্য এই হামলা হয়েছে বলে এখন পর্যন্ত সরকার মনে করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কারা করেছে, কাদের সহযোগিতা ছিল—সবকিছু বের করা হবে। আমরা সবকিছু খতিয়ে দেখছি।’ বান্দরবানে সশস্ত্র গোষ্ঠী কেএনএফের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে।
পাহাড়ে যৌথ অভিযান চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে: কাদের
পরপর তিন দিন বান্দরবানের রুমা ও থানচিতে কয়েকটি হামলা, ব্যাংক ডাকাতি, গোলাগুলি, অস্ত্র লুট ও ব্যাংক মানেজারকে অপহরণের পর পাহাড়ে যৌথ অভিযান চলছে’ বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আশা করি পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটছে। গোটা পাহাড় অশান্ত হওয়ার কারণ নেই। তারা সন্ত্রাসী। তাদের যৌথ অভিযান চলছে। #
পার্সটুডে/জিএআর/৬