শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক
https://parstoday.ir/bn/news/bangladesh-i137056-শিক্ষার্থীদের_আন্দোলনের_মধ্যে_৫_জেলায়_পরিবহন_ধর্মঘটের_ডাক
বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ’ ৫ জেলায় ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘট ডেকেছে। বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে তারা ঐ ধর্মঘটের ডাক দিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৭, ২০২৪ ১৬:৪৮ Asia/Dhaka
  • শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ’ ৫ জেলায় ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘট ডেকেছে। বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে তারা ঐ ধর্মঘটের ডাক দিল।

আজ (শনিবার) দুপুরে বন্দর নগরীর বিআরটিসি মার্কেটে 'বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ' এর অস্থায়ী কার্যালয়ের সভায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় রোববার সকাল ৬টা থেকে এই ধর্মঘট পালনের কথা জানিয়েছেন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুছা।

তিনি বলেন, “চার দফা দাবিতে আমরা যাত্রী পরিবহনে নিয়োজিত বাস, মিনিবাস, কোচ, টেম্পো, অটোরিকশাসহ সব ধরনের গণপরিবহনে এই ধর্মঘটের ডাক দিয়েছি। তবে ব্যক্তিগত গাড়ি চলবে।

বিভিন্ন সময় প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে বলার পরও আমাদের দাবিগুলোর সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে কর্মসূচি ঘোষণা করতে হল।

উল্লেখ্য, ২২ এপ্রিল বিকালে রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় 'শাহ আমানত' পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শান্ত সাহা ও ২১তম ব্যাচের তৌফিক হোসেন। গুরুতর আহত একজন। রাতে ওই ঘটনার খবরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট সংলগ্ন অংশে অবরোধ করেন শিক্ষার্থীরা।

পরদিন মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে ওই ঘটনায় বৈঠক হয়। সেখানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও সড়ক সম্প্রসারণসহ বেশকিছু দাবির বিষয়ে সিদ্ধান্ত হয়।

বুধবার শাহ আমানত পরিবহনের সেই বাসের চালককে গ্রেপ্তার করা হয়। সেদিনও সড়ক অবরোধ করে নিহতদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে আন্দোলনে অনড় থাকেন শিক্ষার্থীরা।#

পার্সটুডে/জিএআর/২৭