আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুদের হামলা, ভারতের দুঃখ প্রকাশ
(last modified Mon, 02 Dec 2024 12:41:49 GMT )
ডিসেম্বর ০২, ২০২৪ ১৮:৪১ Asia/Dhaka
  • আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে উগ্র হিন্দুদের হামলা, ভারতের দুঃখ প্রকাশ

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ও ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি। তারা কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন।  

বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফথারের প্রতিবাদে আজ (সোমবার) আগরতলার সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে হিন্দু সংঘর্ষ সমিতির বিক্ষোভ সমাবেশ হয়। পরে সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন।

বিক্ষোভকারীদের দাবি, অতিসত্বর চিন্ময় দাসকে মুক্তি দিতে হবে ও বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের দাবি পূরণ না হলে সামনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ঘটনার খবর পেয়ে ত্রিপুরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস ঘুরে দেখেন। তারা হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এদিকে, "ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়। এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি/সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।"

ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আজ রাত ৮টায় রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ মিছিল হবে।

আজ (সোমবার) সন্ধ্যা ৬টার দিকে এক ফেসবুক স্ট্যাটাস এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।#

পার্সটুডে/এমএআর/২