রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে রাষ্ট্রদ্রোহিতা, বিএনপির মন্তব্য নির্ভুল : খালেদা জিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i18361-রামপালে_বিদ্যুৎকেন্দ্র_নির্মাণ_হবে_রাষ্ট্রদ্রোহিতা_বিএনপির_মন্তব্য_নির্ভুল_খালেদা_জিয়া
বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৮, ২০১৬ ০০:০৩ Asia/Dhaka
  • রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে রাষ্ট্রদ্রোহিতা, বিএনপির মন্তব্য নির্ভুল : খালেদা জিয়া

বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার তীব্র সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিএনপির মন্তব্য নির্ভুল। এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আওয়ামী লীগ সরকার রাষ্ট্রবিরোধী কাজ করছে। এখন ক্ষমতায় আছেন তাই হয়তো কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। কিন্তু ক্ষমতার বাইরে গেলে মানুষকে এর জবাব দিতেই হবে। আওয়ামী লীগ সরকার বহু রাষ্ট্রবিরোধী কাজ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো এরকম আরও আছে। পরবর্তীতে এগুলো জাতির সামনে তুলে ধরা হবে।’

এর আগে বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারীরা বলতে চাচ্ছেন, এই বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে নাকি সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আজকে আমি আপনাদের সামনে তথ্য-উপাত্ত উপস্থাপন করে প্রমাণ করে দেব, বাস্তবায়নাধীন রামপাল-বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় খালেদা জিয়া বলেন, ‘সুন্দরবন নিয়ে রামপাল নিয়ে আমি বক্তব্য দিয়েছি। তাই তাঁর (প্রধানমন্ত্রী) গায়ে বেশি জ্বালা ধরেছে বলে আজ বক্তব্য দিয়েছেন। কিন্তু উনি বলুক আমি যে তথ্যগুলো দিয়েছি তা ভুল কি মিথ্যা। সেটা আগে বলুক। কোনো তথ্য ভুল নয়। কাজেই এ তথ্যের ওপর ভিত্তি করে যদি রামপালে বিদ্যুৎকেন্দ্র হয়, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে দেশে। আমাদের সবকিছু শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ, এটা কোনও দলের না। আমরা বলিনি বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না। আমরা বলেছি যে সুন্দরবন ধ্বংস করে নয়, বিদ্যুৎকেন্দ্র অন্যত্র করা হোক।’

মত বিনিময় সভায় খালেদা জিয়া ‘নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত জঙ্গিদের জীবিত ধরা হলো না কেন- এ প্রশ্নও তোলেন।  

তিনি বলেছেন, জঙ্গিদের জীবিত ধরা হয়নি কেন? জঙ্গিবাদের শিকড় উপড়ে ফেলতে ও তথ্য উদঘাটনের জন্য তাদের জীবিত ধরা প্রয়োজন ছিল, কেন তাদের হত্যা করা হলো?

খালেদা জিয়া বলেন, ‘আমাদের সময় শায়খ আবদুর রহমানকে ধরতে অনেক সময় ও কষ্ট হয়েছিল। এরপরও আমরা তাকে ধরেছিলাম এবং বিচারের মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করা হয়েছিল। কিন্তু এ সরকার কাউকে ধরছে না, তারা হত্যা করছে।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এআর/২৮