ডিজিটাল পাসপোর্ট: ভ্রাম্যমান ইউনিট তেহরান আসছে ২৭ সেপ্টেম্বর
(last modified Sun, 25 Sep 2016 05:10:23 GMT )
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ১১:১০ Asia/Dhaka
  • বাংলাদেশি পাসপোর্ট
    বাংলাদেশি পাসপোর্ট

ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্টের আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার একটি ভ্রাম্যমান এমআরপি ইউনিট তেহরান এসে পৌঁছাবে। তেহরানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর এ.টি.এম. মোনেমুল হক স্বাক্ষরিত নতুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়েছে।

তেহরান পৌঁছানোর পর বৃহস্পতি ও শুক্রবারসহ ৪ অক্টোবর পর্যন্ত মোট সাতদিন এ ইউনিট ইরানে অবস্থান করবে। এ পরিপ্রেক্ষিতে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরকে ডিজিটাল পাসপোর্টের আবেদন করার জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট আকারের ছবি নিয়ে সশরীরে তেহরানে বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার শাখায় যোগাযোগ করতে হবে। সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হবে।

যেসব ব্যক্তির কাছে মেয়াদসম্পন্ন হাতে লেখা পাসপোর্ট রয়েছে এবং যাদের ডিজিটাল পাসপোর্টের মেয়াদ খুব স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তারা এই ভ্রাম্যমান ইউনিটের মাধ্যমে পাসপোর্ট নবায়নের সুযোগ নিতে পারবেন। তবে যাদের ডিজিটাল পাসপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য যেমন- নাম, নামের বানান, পিতা/মাতার নাম, ঠিকানা এবং ছবি হালনাগাদকরণের মতো পরিবর্তন প্রয়োজন হবে তারা এ ভ্রাম্যমান ইউনিটের মাধ্যমে পাসপোর্ট নবায়নের সুযোগ পাবেন না।

গত ৮/৯ সেপ্টেম্বর ভ্রাম্যমান এ ইউনিটের তেহরান আসার কথা ছিল তবে বিশেষ কারণে তা পেছানো হয়। আন্তর্জাতিক অঙ্গনে ডিজিটাল পাসপোর্ট ছাড়া শিগগিরি হাতে লেখা পাসপোর্টের গ্রহণযোগ্যতার অবসান হতে যাচ্ছে। বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ সরকারও এরইমধ্যে কাজ শুরু করেছে। তবে যেসব দেশে বাংলাদেশি নাগরিকের অবস্থান বেশি সেসব দেশকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এ কাতারে পড়ে নি ইরান। কিন্তু সময় শেষ হওয়ার কাছাকাছি অবস্থায় পৌঁছানোর কারণে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিষয়টি অনেকটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এখন সে সমস্যার সমাধান হতে চলেছে বলে মনে করা হচ্ছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫

 

 

ট্যাগ