ইরানে চলছে বাংলাদেশি ডিজিটাল পাসপোর্ট তৈরির কাজ; ছাড়ের দাবি শ্রমিকদের
(last modified Thu, 29 Sep 2016 12:24:41 GMT )
সেপ্টেম্বর ২৯, ২০১৬ ১৮:২৪ Asia/Dhaka
  • ইরানে চলছে বাংলাদেশি ডিজিটাল পাসপোর্ট তৈরির কাজ; ছাড়ের দাবি শ্রমিকদের

ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্টের আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়েছে। ইরানে আসা একটি ভ্রাম্যমান ইউনিট ২৮ সেপ্টেম্বর বুধবার থেকে ডিজিটাল পাসপোর্ট তৈরি ও নবায়নের কাজ শুরু করেছে।

দূতাবাসের কাউন্সেলর এ. টি. এম. মোনেমুল হক জানান, দু দিনে প্রায় ১০০ পাসপোর্ট তৈরি ও নবায়নের কাজ হয়েছে। পাসপোর্ট তৈরি ও নবায়নের কাজ করতে তেহরান থেকেই বেশি লোকজন এসেছে; অন্য শহর থেকে আসা লোকের সংখ্যা কম।   

তিনি জানান, তেহরানে এ কাজ চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। এরপর ভ্রাম্যমান ইউনিট ৫ ও ৬ অক্টোবর ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে কাজ করবে।

প্রতিটি পাসপোর্ট তৈরি ও নবায়নের জন্য ইরানি মুদ্রায় তিন লাখ ৪৬ হাজার তুমান নেয়া হচ্ছে। পাসপোর্ট বই কবে গ্রাহকের কাছে হস্তান্তর করা হবে- এমন প্রশ্নের জবাবে মোনেমুল হক জনান, বিষয়টিতে একদম সুনির্দিষ্ট তারিখ নেই তবে সর্বোচ্চ দুই মাস সময় লাগতে পারে। দুই মাসের মধ্যে বই গ্রাহকের কাছে ডেলিভারি দেয়া সম্ভব হবে বলে তিনি জানান।  

এদিকে, তেহরানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ডিজিটাল পাসপোর্ট তৈরি ও নবায়নের কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ইরান-প্রবাসী বহু বাংলাদেশী নাগরিক। তারা বলেছেন, দূতাবাসের এ উদ্যোগের ফলে একটা বড় দুঃশ্চিন্তার অবসান হলো। অনেকটা সহজেই ডিজিটাল পাসপোর্ট হাতে পাওয়ার ব্যবস্থা হচ্ছে। তবে তেহরানে কর্মরত শ্রমিকদের কেউ কেউ বলেছেন, অন্য দেশে কর্মরত শ্রমিক শ্রেণির লোকজন পাসপোর্ট তৈরি বা নবায়নের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ ছাড় পেয়ে থাকেন কিন্তু ইরানে কর্মরত শ্রমিকদের জন্য সে সুবিধা দেয়া হচ্ছে না। ফলে পেশাদার পাসপোর্টের মতই তাদেরকেও একই পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। বিষয়টি নিয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ইরানে কর্মরত শ্রমিকদের জন্য কম খরচে পাসপোর্ট তৈরির সুযোগ দেয়ার আবেদন জানিয়েছেন।  

বিষয়টি কাউন্সেলর মোনেমুল হকের কাছে জানতে চাইলে তিনি জানান, তেহরান দূতাবাসের দীর্ঘদিনের রেওয়াজ হচ্ছে সবার জন্য পাসপোর্টের খরচ সমান; এ নিয়ে আলাদা কোনো নির্দেশনা নেই। ফলে ডিজিটাল পাসপোর্ট করার বিষয়েও একই রেওয়াজ অনুসরণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ইরানের বিষয়টি আলাদা করে নির্দেশনা দেয়া হলে ইরানে কর্মরত শ্রমিকদের জন্য সরকার নির্দেশিত ছাড়ে পাসপোর্ট করার সুযোগ দেয়া যেত। সরকারের পক্ষ থেকে নির্দেশনা না আসা পর্যন্ত ছাড়ে শ্রমিক শ্রেণির জন্য পাসপোর্ট করার সুযোগ চালু করলে পরে অডিটের সময় জটিলতা দেখা দিতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯

 

ট্যাগ