ইউনেস্কোর সুপারিশ মানছে না সরকার: আন্দোলনের হুমকি পরিবেশবাদীদের
(last modified Sun, 01 Apr 2018 11:53:30 GMT )
এপ্রিল ০১, ২০১৮ ১৭:৫৩ Asia/Dhaka

জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও ঐতিহ্য বিষয়ক সংস্থা (ইউনেস্কো) রামপাল বিদ্যুত কেন্দ্র বাতিলের সুপারিশ করলেও সরকার তা মানছে না। উল্টো ইউনেস্কো রামপাল প্রকল্প থেকে তাদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে বলে প্রচারণা চালাচ্ছে সরকার।

পরিবেশবাদীরা দাবি করছে, কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুত কেন্দ্র বাস্তবায়ন হলে সুন্দরবনের ক্ষতি হবে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

তাই  অবিলম্বে কেন্দ্রটির নির্মাণকাজ বন্ধ করার  জন্য আবারো  একযোগে  দাবি জানিয়েছে ৫৭ পরিবেশবাদী সংগঠন।

গতকাল শনিবার রাজধানীতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ ৫৭টি পরিবেশবাদী সংগঠন এক  সমাবেশের আয়োজন করে এ  দাবি জানায়।

এ  সমাবেশ থেকে,  রামপাল প্রকল্প ও সুন্দরবনের পাশে অনুমোদন দেওয়া শিল্প কারখানাগুলোর অনুমোদন বাতিল ও উচ্ছেদসহ চার দফা  দাবি জানানো হয়েছে। তাদের  দাবি পূরণ না করলে আগামীতে আরো বড় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

সমাবেশের দাবি প্রসঙ্গে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও বাপা’র সাধারণ সম্পাদক ডা. মোঃ আব্দুল মতিন বলেন, সরকারকে ইউনেস্কোর সুপারিশ কার্যকর করতে হবে, বন  রক্ষা বিষয়ক নীতিমালা কার্যকর করতে হবে  এবং  বনবিভাগের দক্ষতা ও  জনবল বাড়াতে হবে। 

গতকালের সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, সুন্দরবনকে ঘিরে যেসব সর্বনাশী প্রকল্প ও কার্যক্রম চলছে তা অত্যন্ত উদ্বেগজনক। সেগুলিকে অপসারণ করতে হবে ।

সমাবেশে  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বাপা’র যুগ্মসম্পাদক শরীফ জামিল ও আলমগীর কবির, গ্রীন ভয়েস’র সহ-সমন্বয়ক হুমায়ূন কবির সুমন, ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, ঢাকা ইয়ুথ ক্লাব ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক সোহাগ মহাজন, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের  নির্বাহী পরিচালক ড. মোজাহেদুল ইসলাম মুজাহিদ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১

 

 

 

ট্যাগ