ডাকসু'র পুনর্নির্বাচন দাবি নতুন ভিপির: ভিসি বললেন 'সম্ভব নয়'
(last modified Wed, 13 Mar 2019 13:50:20 GMT )
মার্চ ১৩, ২০১৯ ১৯:৫০ Asia/Dhaka

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। একইসঙ্গে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ (বুধবার) উপাচার্য ভবনে ডাকসু নির্বাচনে অংশ নেয়া পাঁচটি প্যানেলের প্রতিনিধিদের সঙ্গে আলাপের পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ' শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর শ্রম-সময় ও মেধার যে খরচ হয়েছে, তার প্রতি অসম্মান জানাতে পারি না। তাদের শ্রমকে অসম্মান করার এখতিয়ার আমার নেই।’

অধ্যাপক আখতারুজ্জামান

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল, সুশৃঙ্খল ও ভালো একটি একাডেমিক পরিবেশ বিরাজ করছে। এখানে কেউ কোনও ধরনের বিশৃঙ্খলা ও অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সহ্য করবে না। সবাইকে সে বিষয় সচেতন থাকতে আহ্বান জানাব। অপরাধমূলক কোনও কাজ সংঘটিত হলে, সেসবের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

৩১ মার্চের মধ্যে পুনরায় নির্বাচন দিতে হবে: নুর

এরআগে, বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে পুনর্নির্বাচনের দাবিতে সাক্ষাৎ করেন ভিপি নুরুল হক নুরসহ ডাকসু নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা। তারা পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “ছাত্রলীগ ব্যতিত অন্য সকল ছাত্র সংগঠন পুনর্নির্বাচন চাচ্ছে এবং সেই লক্ষ্যে তারা আন্দোলন করছে। আজকে ভিসি স্যারকে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। আমি তাদের প্রতিনিধি হিসেবে, এত কারচুপির মধ্যেও যেহেতু নির্বাচিত হয়েছি, আমি তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছি। আমিও চাই, এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ৩১ মার্চের মধ্যে পুনরায় নির্বাচন দিতে হবে।"

পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ

এদিকে, নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ, বাম ও স্বতন্ত্র জোটসহ ৫ প্যানেলের সমর্থরা।

এ সময় আগামী তিন দিনের মধ্যে ডাকসু নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে শনিবার পর্যন্ত সময় বেধে দেয় শিক্ষার্থীরা। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় অচল করে দিতে বাধ্য হব বলে মন্তব্য করেছেন বাম ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।

এ সময় শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ডাকসু'র নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরও নির্বাচনের ফল বাতিল করে পুনঃতফসিলের দাবি জানিয়েছেন।

মাহবুব-উল আলম হানিফ

ঢাবি কর্তৃপক্ষ ছাত্রদের আস্থা অর্জনে ব্যর্থ: হানিফ

ওদিকে, ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ (বুধবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে হানিফ বলেছেন, ডাকসু ও হল হল সংসদে বিভিন্ন প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যদিয়ে প্রমাণ হয়েছে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুটা হলও ছাত্রদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

৬ শিক্ষার্থীর অনশন দ্বিতীয় দিনে

এদিকে, ডাকসু এবং হল সংসদের নির্বাচনের ফল বাতিল করে পুনঃতফসিলের দাবিতে ছয় শিক্ষার্থীর আমরণ অনশন আজ দ্বিতীয় দিন অতিক্রম করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার রাতে অনশন শুরু করেন চার শিক্ষার্থী। পরে তাদের সঙ্গে যোগ দেন আরও কয়েকজন।  অনশনরত শিক্ষার্থী অনিন্দ্য মন্ডল আজ বিকাল সাড়ে চারটার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর গত সোমবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ভিপি ও সমাজ সেবা সম্পাদক পদ ছাড়া ২৫টি পদের মধ্যে ২৩টি পায় ছাত্রলীগ প্যানেল। কিন্তু নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোটের দিনই ছাত্রলীগ ছাড়া অন্যসব প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩