আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রী
(last modified Thu, 14 Mar 2019 17:55:48 GMT )
মার্চ ১৪, ২০১৯ ২৩:৫৫ Asia/Dhaka
  • রোকেয়া হলের ছাত্রীদের অনশন
    রোকেয়া হলের ছাত্রীদের অনশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদার পদত্যাগ ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অনশন স্থগিত করেছেন পাঁচ ছাত্রী। আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় রোকেয়া হল গেটে ডাকসুতে আন্তর্জাতিক সম্পাদক পদে অংশ নেওয়া শ্রবণী শফিক দিপ্তী এ ঘোষণা দেন। একই সঙ্গে অনশন ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার কথা জানান তিনি।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী, রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা, ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন ও হলের টিউটররা এসে তাঁদের তুলে নেয়ার আহ্বান জানান। পরে অনশনকারী ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুজন অনশনকারী অসুস্থ হওয়ার ২৪ ঘণ্টার জন্য অনশন স্থগিত করা হয়েছে।

গতকাল (বুধবার) রাত নয়টা থেকে চারটি দাবি নিয়ে অনশনে বসেছিলেন রোকেয়া হলের পাঁচ ছাত্রী। তাঁরা অনশনে বসা শিক্ষার্থীরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের রাফিয়া সুলতানা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সায়েদা আফরিন, একই বিভাগের জয়ন্তী রেজা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শ্রবণা শফিক দীপ্তি ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রমি খিশা। রাফিয়া সুলতানা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে রোকেয়া হল সংসদে সহসভাপতি (ভিপি), সায়েদা আফরিন বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে হল সংসদে সহসাধারণ সম্পাদক (এজিএস), শ্রবণা শফিক দীপ্তি স্বতন্ত্র জোট থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদে স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে আর প্রমি খিশা হল সংসদে সদস্যপদে ছাত্র ফেডারেশনের প্রার্থী ছিলেন। জয়ন্তী রেজা প্রার্থী ছিলেন না। তাঁদের দাবিগুলো হলো- প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগ, হল সংসদের পুনর্নির্বাচন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে অধ্যাপক জিনাত হুদা

নতুন নির্বাচন দেয়ার এখতিয়ার নেই: প্রভোস্ট

এদিকে, রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদা আজ বলেছেন, ছাত্রীদের দাবি অনুযায়ী পুনরায় হল সংসদ নির্বাচন দেয়ার কোনো এখতিয়ার তার নেই। 

ঢাবি টিচার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মামলা প্রত্যাহার নিয়ে জিনাত হুদা বলেন, ‘হল কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা করা হয়নি। তারপরও ছাত্রীরা যদি তাদের দাবি নিয়ে আমার কাছে আসেন তাহলে আমি তাদের সাথে এটি নিয়ে আলোচনা করব।’

তিনি আরও বলেন, হল সংসদ নির্বাচনে কথিত অনিয়মের জন্য তাকে দায়ী করা ঠিক নয়।

প্রায় তিন দশক পরে ১১ মার্চ সোমবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এতে অনিয়মের অভিযোগ উঠেছে। ভোট জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ বাদে সব প্যানেল নির্বাচন বর্জন করেছিল।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪